সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ফেনীর সোনাগাজী উপজেলার চরখোয়াজ গ্রামের সফিউল্লাহর স্ত্রী নুরের নাহারকে কুপিয়ে হত্যার মামলায় দেবর কামাল উদ্দিনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। গতকাল বুধবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালত এ রায় দেন।
রায়ে মামলার অপর আসামি সাহাব উদ্দিন ও সাইফুলকে বিভিন্ন মেয়াদে সাজা ও বাকি দুই নারী আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে আসামি সাহাব উদ্দিন ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী রাজেন্দ্র কুমার ভৌমিক জানান, এ মামলায় জামিনের পর থেকে আসামি সাহাব উদ্দিন পলাতক রয়েছেন।
রায়ে প্রধান আসামি কামাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়। অপর আসামি সাহাব উদ্দিনের দুই বছরের জেল ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সাজা; সাইফুল ইসলামকে পাঁচ বছরের সাজা, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।