রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীরকে পদোন্নতি দিয়ে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করেছে সরকার। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপন হুমায়ুন কবীর ছাড়াও আরও চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে নতুন স্থানে পদায়ন করা হয়েছে।
হুমায়ুন কবীর অতিরিক্ত সচিব থেকে সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে তাঁকে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছিল।