গত ২৬ নভেম্বর মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। ভারতের প্রায় ৩ হাজার ২০০টি সিনেমা হলে চলছে ছবিটি। সালমান খান এই ছবিতে মূল চরিত্র কি না তা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে ছবি মুক্তির পর। অনেকেই মনে করছেন আয়ুষ মূল চরিত্র, সালমান খান অতিথি। ফলে ব্যবসায়িক ধামাকা তৈরি হয়নি। বক্স অফিস রিপোর্টও ভালো না।
এই ছবির প্রমোশনে প্রথম থেকেই ছিলেন সালমানের ভগ্নিপতি আয়ুষ। অন্যদিকে সালমান ব্যস্ত ছিলেন তাঁর ‘টাইগার’ সিরিজের শুটিং নিয়ে। এখন আফসোস করছেন। সংবাদ সম্মেলন ডেকে ভুল সংশোধন করতে চাইছেন। সব কাজ বাদ দিয়ে নেমেছেন প্রমোশনে। বলছেন, ‘ভক্তদের বলছি, যখন আমি বলব ছবিতে আছি, তার মানে আছি। আপনাদের কখনো মিথ্যে বলব না। অতিথি চরিত্রে অভিনয় করলে আমি নিজেই বলতাম। আমি শুটিংয়ে ছিলাম। আয়ুষ ফ্রি ছিল, প্রমোশন শুরু করেছে। রিউমার ছড়াল এই ছবি সালমানের নয়। ছবিটি আমারও।’
প্রমোশনের দোষটাই শেষ নয়। সমালোচকেরা বলছেন, ছবিতে ৪৫ মিনিট ছিলেন সালমান। তবে তাঁর নামেই প্রমোশন হয়েছে। বিগ বস, কপিল শর্মার মতো শোতে এই ছবির প্রমোশন হয়েছে। টুইট করে সালমান লেখেন, ‘বুকের ওপর থেকে বোঝা সরিয়ে ফেলেছি; এখন থেকে প্রমোশনের সম্পূর্ণ দায়িত্ব ভক্তদের দিলাম।’