নরসিংদীতে ‘চারদিকে কোলাহল মৌ মৌ ঘ্রাণ, পিঠা-পুলি উৎসবে পুলকিত প্রাণ’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। গতকাল শনিবার নরসিংদী ন্যাশনাল কলেজ অব এডুকেশনের উদ্যোগে এই পিঠা উৎসব হয়।
কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই পিঠা উৎসবের ছাত্র-ছাত্রীদের তৈরি পিঠার মোট ১২টি স্টল অংশ নেয়। এসব স্টলে ৬৯ রকমের পিঠা তৈরি করে স্টলে উপস্থাপন করে শিক্ষার্থীরা। পিঠা তৈরির প্রকার, উপস্থাপন ও সাজসজ্জায় বিশেষ অবদানের জন্য সেরা পিঠা প্রস্তুতকারীদের পুরস্কৃত করা হয়।
পিঠা উৎসব উপলক্ষে কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ্। কলেজের প্রভাষক আশরাফুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের বোর্ড অব ডিরেক্টরর সেক্রেটারি জিয়ান সরকার মাসুম, প্রেসক্লাবের সহসম্পাদক মনজিল এ মিল্লাত, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, সাবেক কোষাধ্যক্ষ হলধর দাস, কলেজের প্রভাষক আরিফুল হক, আবৃতি শিল্পী মোতাহার হোসেন অনিক প্রমুখ।
নরসিংদী ন্যাশনাল কলেজ অব এডুকেশন এর অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া বলেন, সুন্দর- সুস্থ সংস্কৃতির বহিঃপ্রকাশ হিসাবে আমরা শীতের পিঠার এ আয়োজন করেছি। এছাড়া ৩১ ডিসেম্বরে ইংরেজী নব-বর্ষকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যেন অপসংস্কৃতিতে গা ভাসিয়ে দিতে না পারে সেজন্যই আমাদের এ আয়োজন।