দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী, দাগনভূঞা) আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। আজকের পত্রিকার সোনাগাজী প্রতিনিধি আলমগীর হোসেনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচনী আসন নিয়ে নিজের পরিকল্পনা ও স্বপ্নের কথা তুলে ধরেছেন এমপি মাসুদ উদ্দিন।
আগামী দিনে নির্বাচনী এলাকায় শিক্ষার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এমপি মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, ‘শিক্ষা নিয়ে আরও ভালোভাবে কাজ করতে চাই। নির্বাচনী আসনের দুই উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ধর্মীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সেমিনার করব।
শিক্ষক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে শিক্ষার উন্নয়নে কাজ করা হবে। সর্বক্ষেত্রে আমাদের বিচরণ থাকবে এলাকার মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার। এ ছাড়া আমাদের পাশেই বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। শিক্ষিত ও দক্ষ হয়ে উঠলে সেখানে আমাদের সোনাগাজী, দাগনভূঞার মানুষ অগ্রাধিকার পাবে।’
আরেক প্রশ্নের জবাবে এমপি মাসুদ উদ্দিন বলেন, সোনাগাজী উপজেলায় গ্যাস সরবরাহের ব্যবস্থা করা ও ফ্লাইওভার নির্মাণ এবং দাগনভূঞার ফায়ার সার্ভিস স্টেশন ও ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশন করা নিয়ে আলোচনা হয়েছে।
অন্যান্য দলের নেতা-কর্মীদের বিষয়ে নিজের ভাবনা সম্পর্কে জানতে চাইলে মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়ার পর বিগত পাঁচ বছর অন্যায়ভাবে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা-কর্মীকে হামলা-মামলায় জড়াতে দিইনি। ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে জাতীয় পার্টির কোনো নেতা-কর্মী দ্বন্দ্ব সৃষ্টি হবে, এমন কোনো কাজ করেনি। বর্তমানে জাতীয় পার্টি সোনাগাজী ও দাগনভূঞায় অনেক শক্তিশালী।’
দুই উপজেলায় স্থানীয় নির্বাচনে জাতীয় পার্টির কোনো জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়ার বিষয়ে জানতে চাইলে মাসুদ উদ্দিন বলেন, ‘জনগণ চাইলে ভোট দিলে নির্বাচিত হবে। লাঙ্গল প্রতীকের প্রার্থী হলেই তাঁকে বিজয়ী করার দায়িত্ব ব্যক্তির নয়। সেটি জনগণের হাতে।’
অবকাঠামো উন্নয়নের বিষয়ে এমপি মাসুদ উদ্দিন বলেন, ‘অবকাঠামো উন্নয়ন ধারাবাহিকভাবেই হবে। আগামী ৫-৬ বছর পর কাঁচা রাস্তা খুঁজে পাওয়া যাবে না।