Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

তদন্তে গাফিলতির অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

তদন্তে গাফিলতির অভিযোগ

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা খন্দকার রেদওয়ানা ইসলাম হত্যা মামলার তদন্তে গাফিলতির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। একই সঙ্গে দ্রুত চার্জশিট দেওয়ারও দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে নিহতের পরিবার এ সংবাদ সম্মেলন করেন। এ সময় নিহতের ছোট বোন খন্দকার ফাদওয়ানা ইসলাম কলি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের ২২ মার্চ মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন রেদওয়ানা ইসলাম। পরে ২৭ মার্চ দুপুরে রেদওয়ানার লাশ উদ্ধার করা হয়। পরের দিন ২৮ মার্চ নিহতের ছোট ভাই খন্দকার আরশাদুল আবিদ বাদী হয়ে রেদওয়ানার স্বামী মিজানকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন। এর পর থেকে দেলোয়ার পলাতক ছিলেন। পরে গত বছরের ২০ মার্চ দেলোয়ার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানো হয়। কিন্তু দীর্ঘদিনেও এ হত্যা মামলার চার্জশিট দিতে পারেনি পুলিশ।

তিনি আরও বলেন, বর্তমানে এ মামলাটি তদন্ত করেছে সিআইডি। এ মামলার তদন্ত কর্মকর্তার গাফিলতির কারণে চার্জশিট দিতে দেরি হচ্ছে। এ অবস্থায় রেদওয়ানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে হকে কি না তা সংশ্রয় প্রকাশ করেন ফাদওয়ানা। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যথাযথ তদন্তের দাবি জানান এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করার আহ্বান জানান।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর মো. বাবর আলী বলেন, মামলাটির এখনো সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি। আর নিহতের স্বামীর রিমান্ড চলছে। এ মামলায় কোনো গাফিলতি হয়নি। বরং বাদীপক্ষের লোকজনই আমাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করেননি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ