ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ছাত্রলীগ বিষয়টি নিশ্চিত করে। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। এই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর গতকাল রোবরার থেকে সাত দিনের মধ্যে জমা দিতে বলা হয়।