দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে গাছের চারা রোপণ করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে বীরগঞ্জ কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে এ চারা রোপণ করা হয়।
চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম।
উপস্থিত ছিলেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সারা দেশে ৩৫০টি উপজেলায় লাল সবুজের উদ্যোগে ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে।