যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতদের পূর্ণাঙ্গ বিচার না হওয়ায় প্রতিক্রিয়াশীল শক্তি এখনো মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রভাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাপস এ মন্তব্য করেন।
মেয়র তাপস বলেন, রাজাকার, আলবদর, আলশামসসহ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতদের পূর্ণাঙ্গ বিচার সম্পন্ন না হওয়ায় আমরা লক্ষ করি প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি, একাত্তরে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বিভিন্ন সময়ে মাথাচাড়া দিয়ে ওঠে এবং তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুতরাং পরিপূর্ণভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে এই বাংলাদেশ থেকে আমরা তাদের পরিপূর্ণভাবে নির্মূল করতে পারব।
যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি করেন তিনি।