দুধ-কলা দিয়ে কালসাপ পোষার প্রবাদ আছে আমাদের সমাজে। এ থেকেই বোঝা যায়, এই দুটি খাবার ভীষণ জনপ্রিয়। অনেকে দুধ ও কলা ভাত কিংবা অন্য কিছু দিয়ে খেয়ে থাকেন। শহরে ব্যানানা মিল্ক শেক বা দুধ-কলার জুস ভীষণ জনপ্রিয় পানীয়। দোকানে গিয়ে অনেকে এটিই অর্ডার করে বসেন প্রথমে। কিন্তু এই পানীয়র যেমন ভালো দিক আছে, তেমনই এটি নিয়মিত পানের বেলায় কিছু চিন্তার বিষয়ও আছে। তাই ব্যানানা মিল্ক শেক পানের আগে এর ভালোমন্দ— দুই দিক জেনে রাখা ভালো।
ভালো দিক
মন্দ দিক
সূত্র: হেলথ শটস