ফিচার ডেস্ক
গ্রীষ্মের এই সময়ে কাঁচা আম খেতে সবাই ভালোবাসেন। কাঁচা আম শুধু খেতেই সুস্বাদু নয়, এটি আপনার ত্বকের যত্নেও এক দুর্দান্ত প্রাকৃতিক উপাদান। কাঁচা আমে রয়েছে ভিটামিন সি, এ, ও ই-এর মতো পুষ্টি উপাদান, যেগুলো ত্বকের জন্য বেশ উপকারী।
ত্বক প্রাণবন্ত রাখে
কাঁচা আমে থাকা প্রচুর ভিটামিন সি ত্বকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। কোলাজেন ত্বকের তারুণ্য ধরে রাখে। গবেষণায় দেখা গেছে, ভিটামিন সি-সমৃদ্ধ খাবার ত্বককে প্রাণবন্ত করে।
ত্বকের আর্দ্রতা ঠিক রাখে
কাঁচা আমে থাকা পানি ও প্রাকৃতিক ময়শ্চারাইজার ত্বক হাইড্রেটেড রাখে।
তেলতেলে ত্বক ও ব্রণ কমায়
কাঁচা আমের অ্যাসট্রিনজেন্ট ত্বকের ছিদ্রের সমস্যা দূর করে এবং অতিরিক্ত তৈলাক্ত হওয়া কমায়। ফলে ব্ল্যাকহেডস ও ব্রণের সমস্যা কমে।
প্রাকৃতিক উজ্জ্বলতা
কাঁচা আমে থাকা ম্যালিক অ্যাসিড ত্বকের মরা কোষ সরিয়ে ফেলে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে। গবেষণায় দেখা গেছে, ম্যালিক অ্যাসিড টোনার হিসেবে কাজ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
ফেস মাস্ক হিসেবে ব্যবহার
কাঁচা আম থেকে ফেস মাস্ক তৈরি করতে পারেন। এর জন্য প্রয়োজন ১ টেবিল চামচ কাঁচা আমের পিউরি, ১ চা-চামচ মধু এবং ১ চা-চামচ দই। সব উপাদান মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে ১৫ মিনিট লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহারে ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল। তবে প্রথমবার ব্যবহারের আগে হাতের তালুতে টেস্ট করে নিন, অ্যালার্জি আছে কি না।
সূত্র: হেলথশট
গ্রীষ্মের এই সময়ে কাঁচা আম খেতে সবাই ভালোবাসেন। কাঁচা আম শুধু খেতেই সুস্বাদু নয়, এটি আপনার ত্বকের যত্নেও এক দুর্দান্ত প্রাকৃতিক উপাদান। কাঁচা আমে রয়েছে ভিটামিন সি, এ, ও ই-এর মতো পুষ্টি উপাদান, যেগুলো ত্বকের জন্য বেশ উপকারী।
ত্বক প্রাণবন্ত রাখে
কাঁচা আমে থাকা প্রচুর ভিটামিন সি ত্বকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। কোলাজেন ত্বকের তারুণ্য ধরে রাখে। গবেষণায় দেখা গেছে, ভিটামিন সি-সমৃদ্ধ খাবার ত্বককে প্রাণবন্ত করে।
ত্বকের আর্দ্রতা ঠিক রাখে
কাঁচা আমে থাকা পানি ও প্রাকৃতিক ময়শ্চারাইজার ত্বক হাইড্রেটেড রাখে।
তেলতেলে ত্বক ও ব্রণ কমায়
কাঁচা আমের অ্যাসট্রিনজেন্ট ত্বকের ছিদ্রের সমস্যা দূর করে এবং অতিরিক্ত তৈলাক্ত হওয়া কমায়। ফলে ব্ল্যাকহেডস ও ব্রণের সমস্যা কমে।
প্রাকৃতিক উজ্জ্বলতা
কাঁচা আমে থাকা ম্যালিক অ্যাসিড ত্বকের মরা কোষ সরিয়ে ফেলে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে। গবেষণায় দেখা গেছে, ম্যালিক অ্যাসিড টোনার হিসেবে কাজ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
ফেস মাস্ক হিসেবে ব্যবহার
কাঁচা আম থেকে ফেস মাস্ক তৈরি করতে পারেন। এর জন্য প্রয়োজন ১ টেবিল চামচ কাঁচা আমের পিউরি, ১ চা-চামচ মধু এবং ১ চা-চামচ দই। সব উপাদান মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে ১৫ মিনিট লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহারে ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল। তবে প্রথমবার ব্যবহারের আগে হাতের তালুতে টেস্ট করে নিন, অ্যালার্জি আছে কি না।
সূত্র: হেলথশট
দীর্ঘ কয়েক দশক গবেষণা ও বিতর্কের পর এবার একটি নতুন ধরনের ডায়াবেটিসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ)। ‘টাইপ ৫ ডায়াবেটিস’ হিসেবে চিহ্নিত এই রোগ মূলত অপুষ্টিজনিত এবং সাধারণত কমবয়সী, হালকা-গড়নের ও অপুষ্টিতে ভোগা তরুণ-তরুণীদের মধ্যে দেখা যায়।
১ দিন আগেদুই মাস বয়সী ছেলেকে নিয়ে ঢাকার মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক ব্যক্তি। জলবসন্তে (চিকেনপক্স) আক্রান্ত ছেলেকে হাসপাতালে ভর্তি করান ৯ এপ্রিল। সংক্রামক এ রোগ শিশুটির শরীরে মারাত্মক জটিলতা সৃষ্টি করেছে। এখন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
২ দিন আগেক্যাম্পিউটেড টোমোগ্রাফি। এই খটমটে নামে না চিনলেও ‘সিটি স্ক্যান’ বললে সহজে চিনে ফেলি আমরা। চিকিৎসাক্ষেত্রে রোগ শনাক্ত ও পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি। অনেক সময় জীবন রক্ষাকারী প্রযুক্তি হিসেবে কাজ করে এটি। সাধারণত রোগনির্ণয়ে বা কোনো দুর্ঘটনার শিকার হলে কতটা ক্ষতি হয়েছে...
৩ দিন আগেখুবই কমদামি দুটি ওষুধের সমন্বিত ব্যবহার প্রতিরোধ করতে পারে হাজার হাজার স্ট্রোক ও হৃদ্রোগ। সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ ও সুইডিশ একদল গবেষক। তাঁরা বলেছেন, দুটি সস্তা ওষুধ একসঙ্গে ব্যবহার করলে হাজার হাজার হৃদ্রোগ বা স্ট্রোক প্রতিরোধ করা যেতে পারে এবং বহু মানুষের জীবন...
৩ দিন আগে