নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চলতি বছরের সেপ্টেম্বরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ভবন নির্মাণকাজ শুরু করতে পারে চীন। দেড় থেকে দুই বছরের মধ্যে দেশটি এই কাজ শেষ করতে চায়।
আজ শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে নির্ধারিত স্থান পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এমনটি জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চীন সফর থেকে ফিরে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে উভয় পক্ষই ১৫টি চুক্তির প্রস্তুতিও নিয়েছে।
এদিন মন্ত্রী চমেক হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় হাসপাতালের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এমআরআই মেশিন নষ্ট থাকার বিষয়টি অবহিত করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি এই মেডিকেল কলেজের ছাত্র হিসেবে বলছি না, একজন চিকিৎসক, একজন মন্ত্রী হিসেবে বলছি, ঢাকা মেডিকেলের পর চট্টগ্রাম মেডিকেলের অবস্থান। এখানে যদি এই মেশিন নষ্ট থাকে এটি ঠিক করা জরুরি।’ এ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন মন্ত্রী।
বার্ন ইউনিটের নির্মাণ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প এ বার্ন ইউনিট। আমরা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছি। চীন সফর শেষে প্রধানমন্ত্রী এই মাসেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন। কারণ, চাইনিজরা কমিটেড যে দেড় বছর থেকে দুই বছরের মধ্যে ভবন নির্মাণ শেষ করবে। একই সঙ্গে আমরা জনবল, যন্ত্রপাতি সব নিয়েই একসঙ্গে কাজ করছি। এই বার্ন ইউনিট চালু হলে চট্টগ্রাম এবং আশেপাশের জেলা উপকৃত হবে। সবাইকে ঢাকায় ছুটতে হবে না।’
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরীসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানেরা।
সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল কলেজ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।