হোম > স্বাস্থ্য

স্কয়ার হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন 

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করেছে স্কয়ার হাসপাতাল। এ উপলক্ষে এই বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 

প্রতিবছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথভাবে এই দিবস ৭৫ বছর ধরে পালন করা হচ্ছে। 

এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘কর্মস্থলে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার সময় এখনই’। সারা পৃথিবী জুড়ে অনেক দেশ, সংগঠন ও সংস্থা দিবসটি পালন করছে। 
 
দিবসটি পালনের প্রধান উদ্দেশ্য হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। মানুষের মধ্যে মানসিক রোগ সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা ও অজ্ঞতা রয়েছে। এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান, এ সব সমস্যা কমাতে সহায়তা করবে। 

স্কয়ার হাসপাতাল গতকাল শোভাযাত্রা, সিএমই এবং সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা করেছে। সভায় বক্তারা কর্মক্ষেত্রে মানসিক সমস্যার বিষয়টি বিশেষ করে গুরুত্ব দেন। বক্তারা মনে করেন, কোনো প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী সবার মাঝে যদি মানসিক প্রশান্তি থাকে, তবে সে প্রতিষ্ঠানে সেবা প্রদান মানসম্মত হবে।

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

হাঁচি-কাশি হলে অবহেলা নয়, সচেতনতা দরকার

মেয়েদের বিষণ্নতা বাড়ার কারণ সোশ্যাল মিডিয়া

মধ্যবয়সের খাদ্যাভ্যাস সুস্থ রাখতে পারে সত্তরেও

মনের সঙ্গে খাবারের ভূমিকা

ত্বক পরিচর্যায় কাঁচা আম

ক্লান্তি পিছু ছাড়ছে না, ভিটামিন ডি স্বল্পতায় ভুগছেন না তো?

লালার সাহায্যে প্রোস্টেট ক্যানসার নির্ণয় করা যাবে ঘরে বসেই: গবেষণা

গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস হলে সন্তান অটিস্টিক হওয়ার ঝুঁকি বাড়ে: গবেষণা

বাংলাদেশ-ভারতসহ এশিয়ার ৪ দেশের খাবারে বিষাক্ত রাসায়নিক: গবেষণা