দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর থেকে নড়েচড়ে বসেছে বিশ্ব। একের পর এক দেশে ছড়াচ্ছে করোনার এই নতুন ধরন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত ১৫০ জনের দেহে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও এর আশপাশের দেশগুলোর ওপর বিশ্বের কমপক্ষে ৭০টি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার নতুন ধরন ওমিক্রনে অস্ট্রেলিয়ায় দুজন, অস্ট্রিয়ায় একজন, বেলজিয়ামে একজন, বতসোয়ানায় ১৯ জন, কানাডায় তিনজন, চেক প্রজাতন্ত্রে একজন, ডেনমার্কে দুজন, জার্মানিতে তিনজন, হংকংয়ে তিনজন, ইসরায়েলে একজন, ইতালিতে একজন, নেদারল্যান্ডসে ১৩ জন, পর্তুগালে ১৩ জন, দক্ষিণ আফ্রিকায় ৭৭ জন, স্পেনে একজন এবং যুক্তরাজ্যে নয়জন শনাক্ত হয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন এই ধরন প্রথম শনাক্ত হয়। গত দুই সপ্তাহে দেশটির গৌতেং প্রদেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রাথমিকভাবে করোনার নতুন এ ধরনটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয় বি.১. ১.৫২৯। পরে গত শুক্রবার এর নাম দেওয়া হয় ‘ওমিক্রন’।