Ajker Patrika

সামাজিক সূচকে ভারতের কোন রাজ্য কেমন

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ মার্চ ২০২৫, ০০: ০১
ছবি: ইন্ডিয়া টুডের সৌজন্যে
ছবি: ইন্ডিয়া টুডের সৌজন্যে

বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ ভারত। তবে বিভিন্ন সামাজিক সূচকে এর সব রাজ্যের অবস্থান সমান নয়। নাগরিক আচরণ, নিরাপত্তা, লৈঙ্গিক সমতা ও বৈচিত্র্যের মতো বিষয়গুলোতে ভারতের কোন রাজ্য কীভাবে এগিয়েছে, তা জানতে ইন্ডিয়া টুডে প্রথমবারের মতো একটি জরিপ চালিয়েছে। এই সমীক্ষায় সামাজিক সূচকে শীর্ষ স্থান দখল করেছে কেরালা। এরপরেই রয়েছে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ। অন্যদিকে উত্তর প্রদেশ ও পাঞ্জাব রয়েছে তালিকার নিচের দিকে।

ইন্ডিয়া টুডে এবং অ্যানালিটিকস ফার্ম হাউ ইন্ডিয়া লিভসের যৌথ উদ্যোগে পরিচালিত এই সমীক্ষায় ২১টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯ হাজার ১৮৮ জন উত্তরদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। সমীক্ষায় চারটি মূল বিষয়ের ওপর ফোকাস করা হয়েছে—নাগরিক আচরণ, জননিরাপত্তা, লৈঙ্গিক সমতা এবং বৈচিত্র্য ও বৈষম্য।

নাগরিক আচরণ

নাগরিক আচরণের ক্ষেত্রে সমীক্ষায় কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে; যার বেশির ভাগই নেতিবাচক। যদিও সমীক্ষার ৮৫ শতাংশ উত্তরদাতা পরিবহনে ভাড়া না দেওয়ার বিরোধিতা করেছেন। তবে সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ সালে রেলওয়েতে ৩ দশমিক ৬ কোটি টিকিটবিহীন যাত্রী ধরা পড়েছে এবং এর থেকে জরিমানা আদায় হয়েছে প্রায় ২ হাজার ২৩১ কোটি রুপি। অন্যদিকে ৬১ শতাংশ উত্তরদাতা কাজ হাসিলের জন্য ঘুষ দেওয়ার পক্ষে এবং ৫২ শতাংশ সম্পত্তি লেনদেনে নগদ অর্থ ব্যবহার করে কর ফাঁকি দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

তবে কিছু ইতিবাচক দিকও রয়েছে। ৭৬ শতাংশ উত্তরদাতা নগদ অর্থের বদলে অনলাইন পেমেন্ট পছন্দ করেন, যা ডিজিটাল ইন্ডিয়ার সাফল্যের ইঙ্গিত দেয়। ভারতের মধ্যে দিল্লিতে সর্বোচ্চ ৯৬ শতাংশ মানুষ ডিজিটাল লেনদেন পছন্দ করেন।

লৈঙ্গিক সমতা

লৈঙ্গিক সমতার ক্ষেত্রে কেরালা আবারও শীর্ষ স্থান দখল করেছে; যেখানে উত্তর প্রদেশ রয়েছে তালিকার সবার নিচে। ৯৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, মেয়েরাও ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পেতে পারে। ৮৪ শতাংশ নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন। তবে ৬৯ শতাংশ উত্তরদাতা এখনো মনে করেন, পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরুষ সদস্যদেরই শেষ কথা বলার অধিকার থাকা উচিত।

জননিরাপত্তা

জননিরাপত্তার ক্ষেত্রেও কেরালা শীর্ষে রয়েছে, এরপরেই রয়েছে হিমাচল প্রদেশ ও ওডিশা। তামিলনাড়ুকে ‘সবচেয়ে সুশৃঙ্খল’ রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে কর্ণাটক তালিকার নিচে রয়েছে। কর্ণাটকের ৭৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, হয়রানি তাঁদের জন্য একটি বড় সমস্যা।

বৈচিত্র্য ও বৈষম্য

ধর্ম ও বর্ণবৈচিত্র্যের ক্ষেত্রে কেরালা আবারও শীর্ষে রয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশ তালিকার সবার নিচে রয়েছে। ৭০ শতাংশ উত্তরদাতা তাদের প্রতিবেশী হিসেবে ধর্মীয় বৈচিত্র্যকে স্বাগত জানান। কর্মক্ষেত্রে ৬০ শতাংশ ধর্মভিত্তিক বৈষম্যের বিরোধিতা করেন। তবে ৬১ শতাংশ উত্তরদাতা আন্তধর্মীয় বিয়ের বিরোধিতা করেন এবং ৫৬ শতাংশ আন্তবর্ণ বিয়ের বিরোধিতা করেন। এটি ভারতের গভীর সামাজিক বিভাজনের ইঙ্গিত দেয়।

সমীক্ষার পদ্ধতি

এই সমীক্ষায় মোট ৩০টি প্রশ্ন করা হয়েছে, যা চারটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি—নাগরিক আচরণ (১২টি প্রশ্ন), জননিরাপত্তা (৬টি প্রশ্ন), লৈঙ্গিক সমতা (৭টি প্রশ্ন) এবং বৈচিত্র্য ও বৈষম্য (৫টি প্রশ্ন)। সমীক্ষায় শহর ও গ্রামীণ উভয় অঞ্চল থেকে অংশগ্রহণকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘দুর্নীতিবাজ’ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

হাসিনাবিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানত ভারত, পরামর্শ দেওয়া ছাড়া কিছু করার ছিল না: জয়শঙ্কর

হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব: নেত্র নিউজকে সেনাসদর

সেনানিবাসে বৈঠক নিয়ে হাসনাতের সঙ্গে দ্বিমত করে সারজিসের পোস্ট

এসিপির ইফতারে হাতাহাতি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত