Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন নাগরিক গ্লেজম্যানকে মুক্ত করে দিল তালেবান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্কের ইঙ্গিত

অনলাইন ডেস্ক

মার্কিন নাগরিক গ্লেজম্যানকে মুক্ত করে দিল তালেবান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্কের ইঙ্গিত
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে কাতারের কূটনীতিকদের সঙ্গে সদ্য মুক্তি পাওয়া মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যান। ছবি: আল-জাজিরা

দুই বছর ধরে আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের হাতে বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যান। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও একটি এক্স পোস্টে তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবিও গ্লেজম্যানের মুক্তিকে একটি ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ তারা এই মুক্তির জন্য জটিল আলোচনা পরিচালনায় সহায়তা করেছে।

এর আগে কাতার-ভিত্তিক আল-জাজিরাকে সাবেক মার্কিন কূটনীতিক জালমায় খলিলজাদ জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান জনগণের প্রতি সদিচ্ছা প্রকাশের অংশ হিসেবে গ্লেজম্যানকে তালেবান মুক্তি দিয়েছে।

জর্জ গ্লেজম্যান একজন বিমান প্রকৌশলী। তিনি ষাটের কোঠায় রয়েছেন। ২০২২ সালে তিনি পাঁচ দিনের জন্য আফগানিস্তানের সংস্কৃতি ও ইতিহাস বিষয়ে অন্বেষণ করতে গিয়েছিলেন। কিন্তু তালেবান তাঁকে আটক করে।

মার্কিন কংগ্রেসে গ্লেজম্যানের মুক্তির দাবিতে উত্থাপিত একটি প্রস্তাবে উল্লেখ করা হয়েছিল—তিনি আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।

এই মুক্তির মধ্য দিয়ে তালেবান ও মার্কিন প্রশাসনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনার নতুন দিক উন্মোচিত হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন বন্দী বিষয়ক দূত অ্যাডাম বোয়েলার তালেবানের সঙ্গে বন্দী মুক্তি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার কাজটি করেছেন। বোয়েলার ইতিপূর্বে হামাসের সঙ্গেও সরাসরি সাক্ষাৎ করেছিলেন, যা ইসরায়েলের পক্ষ থেকে সমালোচনার মুখে পড়ে।

ওয়াশিংটন ও ইউরোপীয় দেশগুলো তালেবানের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে নারীদের অধিকারের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তালেবানের সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহী বলে জানা গেছে।

মার্কিন-বন্দী মুক্তির এই ঘটনা আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি নতুন দিক উন্মোচন করছে, যা ভবিষ্যতে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপের ইঙ্গিত দিতে পারে।

শ্বশুরের সঙ্গে হামাসের সংযোগ, যুক্তরাষ্ট্রে ভারতীয় অধ্যাপক গ্রেপ্তার

আমেরিকা ছাড়লেন ইলন মাস্কের ট্রান্সজেন্ডার সন্তান

বোরকা পরায় প্রথমবারের মতো জরিমানা করল সুইজারল্যান্ড

ওয়ালমার্টের সঙ্গে উৎপাদকদের জটিল দ্বন্দ্বে নামাল ট্রাম্পের শুল্ক নীতি

এরদোয়ানের ‘চোখের বালি’ ইমামোগলুকেই প্রেসিডেন্ট প্রার্থী করল বিরোধী দল

ফিলিস্তিন প্রশ্নে আরব দেশগুলো নিষ্ক্রিয় কেন

ট্রাম্পের পুত্রবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক স্বীকার করলেন টাইগার উডস

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই-মেইল

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত রাষ্ট্রদূতকে দ. আফ্রিকায় বীরের সংবর্ধনা

ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব ‘রাজনৈতিক নাটক’, প্রত্যাখ্যান ব্রিটিশ সেনাবাহিনীর