শিল্প হলো ব্যক্তিগত বিষয়। শিল্পী যখন তাঁর কাজ সবার সঙ্গে ভাগ করে নিতে চান, তখন দর্শক–শ্রোতারা সেই শিল্পের মর্মার্থ বুঝতে পারবেন বা এটি পছন্দ করবেন এমন কোনো নিশ্চয়তা নেই।
অনেকটা এমন ঘটনা ঘটল আদিবাসী শিল্পী ভিনসেন্ট নামতজিরার একটি চিত্রকর্মের ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি জিনা রাইনহার্টের প্রতিকৃতি এঁকেছেন তিনি।
রাইনহার্ট এতটাই খেপেছেন যে, ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়াকে (এনজিএ) নিজের প্রতিকৃতিটি সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন। তবে রাইনহার্ট তাঁর প্রতিকৃতি কেন সরাতে বলেছেন সেটি স্পষ্ট নয়। এটি নামতজিরার ২১টি স্বতন্ত্র কাজের মধ্যে একটি। তাঁর এই একক প্রদর্শনীর নাম দিয়েছেন ‘অস্ট্রেলিয়া ইন কালার’।
গত মার্চ থেকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার গ্যালারিতে এই প্রদর্শনী চলছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খনি ব্যবসায়ী রাইনহার্ট ওই শিল্পীর পেইন্টিংটি অপসারণের অনুরোধ করতে এনজিএর পরিচালক এবং চেয়ারপারসনের কাছে গিয়েছিলেন। তবে ছবি সরিয়ে নেওয়ার দাবির পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি।
এনজিএ গতকাল বৃহস্পতিবার সিএনএনকে বলেছে, তারা তাদের ‘সংগ্রহ এবং প্রদর্শনী’ নিয়ে জনসাধারণের আলোচনাকে স্বাগত জানায়।
নামতজিরা এক বিবৃতিতে বলেছেন, তিনি ‘ধনী, ক্ষমতাবান বা উল্লেখযোগ্য ব্যক্তিদের আঁকেন—যারা এই দেশে এবং ব্যক্তিগতভাবে তাঁর ওপর প্রভাব ফেলেছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেটি ভালো হোক বা খারাপ হোক।
রাইনহার্ট হ্যানকক প্রসপেক্টিংয়ের নির্বাহী চেয়ারম্যান। তাঁর মালিকানাধীন খনি কোম্পানি রয়েছে। বাবা ল্যাং হ্যানককের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এটি তিনি পেয়েছেন।
ফোর্বসের প্রতিবেদন অনুসারে, রাইনহার্টের সম্পদের আনুমানিক নিট মূল্য ৩০ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারি প্রকাশিত ফোর্বসের তালিকায় অস্ট্রেলিয়ার ৫০ ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন।