Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

প্রদর্শনীতে নিজের প্রতিকৃতি দেখে কেন খেপলেন অস্ট্রেলিয়ার শীর্ষ ধনী নারী

অনলাইন ডেস্ক

প্রদর্শনীতে নিজের প্রতিকৃতি দেখে কেন খেপলেন অস্ট্রেলিয়ার শীর্ষ ধনী নারী

শিল্প হলো ব্যক্তিগত বিষয়। শিল্পী যখন তাঁর কাজ সবার সঙ্গে ভাগ করে নিতে চান, তখন দর্শক–শ্রোতারা সেই শিল্পের মর্মার্থ বুঝতে পারবেন বা এটি পছন্দ করবেন এমন কোনো নিশ্চয়তা নেই। 

অনেকটা এমন ঘটনা ঘটল আদিবাসী শিল্পী ভিনসেন্ট নামতজিরার একটি চিত্রকর্মের ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি জিনা রাইনহার্টের প্রতিকৃতি এঁকেছেন তিনি।

রাইনহার্ট এতটাই খেপেছেন যে, ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়াকে (এনজিএ) নিজের প্রতিকৃতিটি সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন। তবে রাইনহার্ট তাঁর প্রতিকৃতি কেন সরাতে বলেছেন সেটি স্পষ্ট নয়। এটি নামতজিরার ২১টি স্বতন্ত্র কাজের মধ্যে একটি। তাঁর এই একক প্রদর্শনীর নাম দিয়েছেন ‘অস্ট্রেলিয়া ইন কালার’। 

গত মার্চ থেকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার গ্যালারিতে এই প্রদর্শনী চলছে। 

নিজের আঁকা ছবির প্রদর্শনী নিয়ে ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়ায় শিল্পী ভিনসেন্ট নামতজিরা। ছবি: ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়াপ্রতিকৃতিগুলোর মধ্যে রয়েছে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ, আমেরিকান সংগীতশিল্পী জিমি হেন্ডরিক্স, অস্ট্রেলিয়ান আদিবাসী অধিকার কর্মী ভিনসেন্ট লিঙ্গিয়ারি এবং অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন। 

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খনি ব্যবসায়ী রাইনহার্ট ওই শিল্পীর পেইন্টিংটি অপসারণের অনুরোধ করতে এনজিএর পরিচালক এবং চেয়ারপারসনের কাছে গিয়েছিলেন। তবে ছবি সরিয়ে নেওয়ার দাবির পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি। 

এনজিএ গতকাল বৃহস্পতিবার সিএনএনকে বলেছে, তারা তাদের ‘সংগ্রহ এবং প্রদর্শনী’ নিয়ে জনসাধারণের আলোচনাকে স্বাগত জানায়। 

নামতজিরা এক বিবৃতিতে বলেছেন, তিনি ‘ধনী, ক্ষমতাবান বা উল্লেখযোগ্য ব্যক্তিদের আঁকেন—যারা এই দেশে এবং ব্যক্তিগতভাবে তাঁর ওপর প্রভাব ফেলেছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেটি ভালো হোক বা খারাপ হোক। 

প্রভাবশালী ২১ ব্যক্তির প্রতিকৃতি এঁকেছেন আদিবাসী শিল্পী ভিনসেন্ট নামতজিরা। ছবি: ভিনসেন্ট নামতজিরাতিনি বলেন, ‘আমি বিশ্বকে যেমন দেখি তেমনই আমি আঁকছি। মানুষকে আমার চিত্রগুলো পছন্দ করার দরকার নেই। তবে আমি আশা করি, তাঁরা দেখবেন এবং ভাববেন—কেন এই আদিবাসী লোক এই ক্ষমতাধর ব্যক্তিদের এঁকেছে? সে কী বলতে চাইছে?’ 

রাইনহার্ট হ্যানকক প্রসপেক্টিংয়ের নির্বাহী চেয়ারম্যান। তাঁর মালিকানাধীন খনি কোম্পানি রয়েছে। বাবা ল্যাং হ্যানককের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এটি তিনি পেয়েছেন। 

ফোর্বসের প্রতিবেদন অনুসারে, রাইনহার্টের সম্পদের আনুমানিক নিট মূল্য ৩০ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারি প্রকাশিত ফোর্বসের তালিকায় অস্ট্রেলিয়ার ৫০ ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন।

মিয়ানমারে বন্দর-শোধনাগার নির্মাণ করবে রাশিয়া, বিনিয়োগ করবে বিদ্যুৎ-জ্বালানি খাতেও

সেকেন্ড হোম হিসেবে মালয়েশিয়ায় চীনাদের ভিড় বাড়ছে

বিয়ে না করলে চাকরি হারাবেন কর্মীরা!

কর্মীর বাহুতে হাত রেখে তোপের মুখে নিউজিল্যান্ডের মন্ত্রীর পদত্যাগ

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি আটক

ইন্দোনেশিয়ার রাজপথে বিক্ষোভ শিক্ষার্থীদের

শ্রীলঙ্কার আদালতে ‘সিনেমাটিক স্টাইলে’ গ্যাং লিডারকে গুলি করে হত্যা

মিয়ানমারের ‘স্ক্যাম সেন্টার’ থেকে বেঁচে ফেরা বাংলাদেশি ফয়সালের করুণ অভিজ্ঞতা

বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিল উত্তর কোরিয়া

হাতির সঙ্গে ধাক্কায় ট্রেন লাইনচ্যুত, শ্রীলঙ্কায় মর্মান্তিক দুর্ঘটনা