ভারতের পাঞ্জাবে একটি সেনা ছাউনির ভেতরে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) ভোরে ভাটিন্ডা সামরিক ছাউনিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং কুইক রেসপন্স টিম ভেতরে তল্লাশি চালাচ্ছে। সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ডের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ভাটিন্ডা সামরিক ছাউনির ভেতরে স্থানীয় সময় ভোররাত সাড়ে ৪টার দিকে গুলি চালানোর খবর পাওয়া গেছে। চারজন নিহত হয়েছে। স্টেশনে সক্রিয় আছে কুইক রিঅ্যাকশন টিম। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছে টিম।
ভাটিন্ডার জ্যেষ্ঠ পুলিশ সুপার জিএস খুরানা জানিয়েছেন, ‘আমাদের পুলিশের একটি দল সামরিক ছাউনির বাইরে অপেক্ষা করছে। সেনাবাহিনী এখনো তাদের প্রবেশের অনুমতি দেয়নি।’
সেনাবাহিনী বলেছে, দুই দিন আগে একটি রাইফেল এবং ২৮ রাউন্ড গুলি খোয়া গিয়েছিল। এই গুলির ঘটনার সঙ্গে এটির সম্পৃক্ততা থাকতে পারে।
রাজধানী নয়াদিল্লি থেকে ২৮০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত ভাটিন্ডার এই সেনা ছাউনিতে বেশির ভাগ সৈন্য পরিবার নিয়ে থাকেন। ভাটিন্ডার ১০০ কিলোমিটার পশ্চিমে পাকিস্তান সীমান্ত।
তবে কারা সেনা ছাউনিতে গুলি চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার যৌথ তদন্ত শুরু করেছে সেনাবাহিনী ও পাঞ্জাব পুলিশ।