Ajker Patrika

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

আপডেট : ০১ মার্চ ২০২৫, ১২: ৫৪
আটক রিতেশ কুমার নামের ওই ইউটিউবার। ছবি: সংগৃহীত
আটক রিতেশ কুমার নামের ওই ইউটিউবার। ছবি: সংগৃহীত

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন যাত্রা শুরু করতেই এক যাত্রীকে জানালা দিয়ে কশে থাপ্পড় হাঁকিয়েছেন এক যুবক। ওই যাত্রী কিছু বুঝে ওঠার আগেই ঘটে যাওয়া এ ঘটনায় রীতিমতো হতভম্ব! অন্যদিকে এ কাণ্ড ঘটিয়ে সটকে পড়েন থাপ্পড় দেওয়া অপরিচিত ওই যুবক। আর পুরো বিষয়টি ভিডিওতে ধারণ করছিলেন তাঁর সহযোগী।

পরে জানা যায়, ভাইরাল হতেই অপরিচিত ব্যক্তির সঙ্গে এমন ঘটিয়েছিলেন তিনি। আর এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়াতেই নেটিজেনদের কট্টর সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে রেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

এতে টনক নড়ে রেলওয়ে পুলিশের। তথ্যপ্রযুক্তির সহায়তায় আটক করা হয় ওই যুবককে। পরে তাঁর কাছ থেকে ক্ষমা চেয়ে লিখিত ও ভিডিও বার্তা নেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহার প্রদেশের অনুগ্রহ নারায়ণ রোড রেলওয়ে স্টেশনে। আটক ওই ব্যক্তির নাম রিতেশ কুমার। পরে সবার কাছে ক্ষমা চেয়ে ভারতের রেলওয়ে পুলিশের কাছে ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

ভিডিওতে রিতেশ কুমার বলেন, ‘আমি একজন ইউটিউবার। আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাই। আমি অনুগ্রহ নারায়ণ রোড রেলওয়ে স্টেশনে এসেছিলাম এবং ফলোয়ার বাড়ানোর জন্য চলন্ত ট্রেনের এক যাত্রীকে চড় মেরেছিলাম।’

ভুল স্বীকার করে ওই যুবক বলেন, ‘এটা আমার ভুল ছিল। আমি আর কখনোই এ ধরনের ঘটনা ঘটাব না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’

এদিকে তাঁকে আটকের পর ভারতের রেলওয়ে পুলিশের পক্ষ থেকে টুইটারে একটি পোস্ট শেয়ার করা হয়। ওই পোস্টে লেখা হয়, ‘যাত্রী নিরাপত্তায় কোনো আপস নয়! সামাজিক যোগাযোগমাধ্যমে খ্যাতির জন্য চলন্ত ট্রেনে যাত্রীকে চড় মেরেছিলেন এমন একজন ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে!’

এতে আরও বলা হয়, ‘আপনার নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অবিবেচকের মতো কোনো কাজ মেনে নেওয়া হবে না।’

অন্যদিকে ওই যুবককে আটকের জন্য রেলওয়ে পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। শৃঙ্খলা বিনষ্টকারীদেরও এভাবে শাস্তির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেছেন অনেকেই।

মন্তব্যগুলোর মধ্যে রয়েছে— ‘এমন নাশকতাকারীদের শিক্ষা দেওয়া উচিত’। অপর একজন লিখেছেন—‘কঠিন শাস্তি ছাড়া এরা কখনই শিখবে না। এদের বড় অঙ্কের জরিমানা করা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত