ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট। ক্যারিবীয় টেস্ট দলকে চার বছর ধরে নেতৃত্ব দেওয়া ব্রাথওয়েটের সরে যাওয়ার কথা গতকাল জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবেও বলে জানিয়েছেন সিডব্লিউআই।
ব্রাথওয়েটের সরে দাঁড়ানোর পাশাপাশি শাই হোপকে ওয়ানডে দলের নেতৃত্বের পাশাপাশি টি-টোয়েন্টি দলেরও অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।
সিডব্লিউআইর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্রাথওয়েট চলতি বছরের শুরুর দিকে বোর্ডকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, যাতে দলে সহজেই একটা পরিবর্তন আনা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগেই অধিনায়ক পদে ইস্তফা দিলেন ব্রাথওয়েট, যাতে নতুন অধিনায়ক দল পরিচালনায় মানসিকভাবে গুছিয়ে ওঠার জন্য সময় পান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের তিন টেস্টের সিরিজ শুরু হবে ২৫ জুন।
৯৮টি টেস্ট খেলা ব্রাথওয়েট নেতৃত্ব ছাড়লেও ব্যাটার হিসেবে খেলে যাবেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ২০২১ সালের মার্চে ব্রাথওয়েট টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর বেশ কয়েকটি ঐতিহাসিক সাফল্য অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে আছে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় (ব্রিসবেন ২০২৪), ৩৪ বছর পর পাকিস্তানে একটি টেস্ট জয়ের মাধ্যমে সিরিজ সমতায়ে ফেরা, ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয় (২০২২) এবং বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় (২০২১)।