Ajker Patrika

আইপিএলে শেন ওয়ার্নের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার, আর্চারের রসিকতা

ক্রীড়া ডেস্ক    
শেন ওয়ার্নের রেকর্ড ভাঙলেন সঞ্জু স্যামসন। ছবি: ফাইল ছবি
শেন ওয়ার্নের রেকর্ড ভাঙলেন সঞ্জু স্যামসন। ছবি: ফাইল ছবি

প্রথম তিন ম্যাচের তিনটিতে সঞ্জু স্যামসন খেলেছিলেন ব্যাটার হিসেবে। মুল্যানপুরে গতকাল রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে খেলেন তিনি। ফিরেই পাঞ্জাব কিংসের অপরাজেয় যাত্রা থামিয়ে দিয়েছেন। ভারতীয় ক্রিকেটার ভেঙে দেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নের রেকর্ড।

স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান গত রাতে পাঞ্জাব কিংসকে ৫০ রানে হারিয়েছে। তাতে আইপিএলে অধিনায়ক হিসেবে রাজস্থানের সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এখন তাঁর। স্যামসনের নেতৃত্বে রাজস্থান জিতেছে ৩২ ম্যাচ। এই তালিকায় দুইয়ে থাকা ওয়ার্ন অধিনায়ক হিসেবে রাজস্থানকে জিতিয়েছেন ৩১ ম্যাচ। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের নেতৃত্বে আইপিএলে ফ্র্যাঞ্চাইজিটি খেলেছে ৫৬ ম্যাচ। আর স্যামসন রাজস্থানের অধিনায়ক হিসেবে আইপিএলে খেলেছেন ৬২ ম্যাচ।

স্যামসনের রেকর্ড গড়ার দিন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জফরা আর্চার। ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন। ইনিংসের প্রথম বলে আর্চার দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন পাঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আর্য্যকে। পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার বিধ্বংসী হয়ে ওঠার আগেই তাঁকে ফিরিয়েছেন আর্চার। ফুল লেংথের বল লেগ সাইডে ঘোরাতে গিয়ে বোল্ড হয়েছেন আইয়ার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, এখন যদি ওয়েস্ট ইন্ডিজ অথবা ইংল্যান্ডের হয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেতেন, তাহলে কেমন হতো? তারকা পেসার উত্তর দিয়েছেন, ‘কোনো মন্তব্য করতে চাই না।’

২০২৫ আইপিএলের শুরুটা বাজে হয়েছে আর্চারের। আইপিএল ইতিহাসেই খরুচে বোলিংয়ের রেকর্ডটা তিনি করেছেন এই মৌসুমেই। শুরুর ধাক্কা কাটিয়ে ফর্মে ফিরছেন ইংল্যান্ডের এই পেসার। পাঞ্জাবের বিপক্ষে গত রাতে ম্যাচসেরার পুরস্কার পেয়ে রাজস্থানের হয়ে খেলা আর্চার বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে যা হওয়ার হয়েছে। তবে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। এমন সুযোগ এলে তো কাজে লাগাতেই হবে। আপনি ভালো জিনিসগুলো উপভোগ করবেন আর খারাপগুলো একপাশে সরিয়ে রাখবেন।’

টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া রাজস্থান গত রাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করেছে ২০৫ রান। এই ম্যাচ দিয়ে অধিনায়কত্বের পাশাপাশি উইকেটরক্ষকের গ্লাভসটাও ফিরে পেয়েছেন স্যামসন। ওপেনিংয়ে নেমে ২৬ বলে করেছেন ৩৮ রান। জয়ের লক্ষ্যে নেমে পাঞ্জাব ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রানে আটকে যায়। ৫০ রানে হারের পর পাঞ্জাব এখন অবস্থান করছে চারে। রাজস্থান রয়েছে সাত নম্বরে। দুই দলেরই সমান ৪ পয়েন্ট হলেও পাঞ্জাব ও রাজস্থানের নেট রানরেট ‍+০.০৭৪ ও -০.১৮৫।

আইপিএলে রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ ম্যাচ জয়ী পাঁচ অধিনায়ক

জয়

সঞ্জু স্যামসন ৩২

শেন ওয়ার্ন ৩১

রাহুল দ্রাবিড় ২৩

স্টিভ স্মিথ ১৫

আজিঙ্কা রাহানে

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত