নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় দুই সপ্তাহের ঈদের বিরতি শেষে আজ মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ( ডিপিএল)। ঈদের বিরতির পর নতুন উদ্যমে মাঠে নেমে পড়েছে দলগুলো । বিরতির পর অবশ্য জাতীয় দলের ক্রিকেটারদের হারাচ্ছে বেশির ভাগ দল। ১১ এপ্রিল থেকে জাতীয় দলের ক্রিকেটাররা ঢুকে পড়বেন জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে। ১০ এপ্রিল ডিপিএলের শেষ ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের সদস্যদের। এবার ডিপিএলের লিগ পর্ব শেষ হবে ১৩ এপ্রিল । একাধিক ক্লাব ক্রিকেট কমিটিস অব ঢাকা মেট্রোপলিসকে ( সিসিডিএম ) চিঠি দিয়েছে লিগ পর্বের শেষ রাউন্ড অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিলের ম্যাচেও জাতীয় দলের ক্রিকেটারদের পেতে।
আবাহনী-মোহামেডানের ম্যাচটা পড়েছে ১২ এপ্রিল। এই ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের পেতে সিসিডিএমকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর কোচ হান্নান সরকার । গতকাল তিনি আজকের পত্রিকাকে বললেন, ‘আমরা চিঠি দিয়েছি ১২ এপ্রিলের ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের পেতে। যদি অনুমতি দেয়, তাহলে হলোই। নাহলে ১০ এপ্রিল পর্যন্ত খেলবে।’ সিসিডিএম-সূত্রে জানা গেছে , মোহামেডানও বিসিবিকে চিঠি দিয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের পেতে । প্রাইম ব্যাংকের কোচ তালহা জুবায়ের জানালেন, চিঠি না দিলেও তাঁরা লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত বাংলাদেশ দলের ক্রিকেটারদের পেতে আগ্রহী। তবে ক্লাবের এই আবদারে বিসিবির সাড়া দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। তুলনামূলক তরুণ দল গড়ে এবারের মৌসুমেও এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড । ৮ ম্যাচে ৭ জয় নিয়ে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।
আবাহনীর হয়ে মাঠে ফেরার কথা শোনা যাচ্ছিল দেড় বছরের বেশি সময় নিষিদ্ধ থাকা অলরাউন্ডার নাসির হোসেনের। দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ নাসিরের নিষেধাজ্ঞা ৭ এপ্রিল উঠে যাওয়ার কথা । তার আগপর্যন্ত তিনি মাঠেও আসতে পারবেন না। নিষেধাজ্ঞা উঠে গেলে আবাহনীতেই নাসিরের খেলা হবে কি না , সেটি নিয়ে কাল সংশয় প্রকাশ করেছেন কোচ হান্নান । মৌসুমের মাঝ পথে বাজেটের দিকেও তাকাতে হচ্ছে তাঁদের। পারিশ্রমিক নিয়ে নাসিরেরও রাজি হওয়ার বিষয় আছে বলে জানালেন হান্নান। শান্তদের সামনে যেমন জিম্বাবুয়ে সিরিজ। একই সময়ে লিটন দাস , রিশাদ হোসেন পাকিস্তানে যাবেন পিএসএল খেলতে। নাহিদ রানা পিএসএলে যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট খেলে । হৃদরোগে আক্রান্ত হওয়ায় মোহামেডানের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল লম্বা সময় থাকছেন মাঠের বাইরে।
তারকাশূন্য হতে যাওয়া ডিপিএলের এই অংশে মোস্তাফিজুর রহমানের খেলার কথা শোনা যাচ্ছিল তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল , প্রাইম ব্যাংক ক্লাবের হয়ে খেলার কথা চলছে ফিজের । বাঁহাতি পেসার যেহেতু লাল বলের ক্রিকেট খেলেন না, সে হিসেবে ডিপিএলের বাকি অংশে মোস্তাফিজকে পেতে সমস্যা ছিল না । কিন্তু বাদ সাধছে তাঁর কাঁধের চোট । প্রাইম ব্যাংকের কোচ তালহা কাল মোস্তাফিজের খেলার বিষয়টি তাই উড়িয়ে দিয়েছেন । আট ম্যাচ শেষে সুপার লিগে ওঠার পথটা যেন পরিষ্কার হতে শুরু করেছে । আবাহনী ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তা আগেই বলা হয়েছে । এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন গাজী গ্রুপ ক্রিকেটার্স সমান ৮ ম্যাচে ৬ জয় নিয়ে রানরেটের ব্যবধানে রয়েছে দ্বিতীয় স্থানে । ৮ ম্যাচে সমান ৬ জয়ে কিন্তু খানিকটা পিছিয়ে তৃতীয় স্থানে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুপার লিগে জায়গা পাকা করার পাশাপাশি শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে বাকি তিন ম্যাচেই জিততে হবে মোহামেডানের । তাদের পরের তিন প্রতিপক্ষ প্রাইম ব্যাংক , অগ্রণী ব্যাংক ও আবাহনী । বর্তমানে ৮ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা প্রাইম ব্যাংকের বিপক্ষে আজ জিততেই হবে মোহামেডানকে। আর এ ম্যাচে আনুষ্ঠানিকভাবে মোহামেডানের অধিনায়কত্ব করবেন তাওহীদ হৃদয়।
প্রায় দুই সপ্তাহের ঈদের বিরতি শেষে আজ মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ( ডিপিএল)। ঈদের বিরতির পর নতুন উদ্যমে মাঠে নেমে পড়েছে দলগুলো । বিরতির পর অবশ্য জাতীয় দলের ক্রিকেটারদের হারাচ্ছে বেশির ভাগ দল। ১১ এপ্রিল থেকে জাতীয় দলের ক্রিকেটাররা ঢুকে পড়বেন জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে। ১০ এপ্রিল ডিপিএলের শেষ ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের সদস্যদের। এবার ডিপিএলের লিগ পর্ব শেষ হবে ১৩ এপ্রিল । একাধিক ক্লাব ক্রিকেট কমিটিস অব ঢাকা মেট্রোপলিসকে ( সিসিডিএম ) চিঠি দিয়েছে লিগ পর্বের শেষ রাউন্ড অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিলের ম্যাচেও জাতীয় দলের ক্রিকেটারদের পেতে।
আবাহনী-মোহামেডানের ম্যাচটা পড়েছে ১২ এপ্রিল। এই ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের পেতে সিসিডিএমকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর কোচ হান্নান সরকার । গতকাল তিনি আজকের পত্রিকাকে বললেন, ‘আমরা চিঠি দিয়েছি ১২ এপ্রিলের ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের পেতে। যদি অনুমতি দেয়, তাহলে হলোই। নাহলে ১০ এপ্রিল পর্যন্ত খেলবে।’ সিসিডিএম-সূত্রে জানা গেছে , মোহামেডানও বিসিবিকে চিঠি দিয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের পেতে । প্রাইম ব্যাংকের কোচ তালহা জুবায়ের জানালেন, চিঠি না দিলেও তাঁরা লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত বাংলাদেশ দলের ক্রিকেটারদের পেতে আগ্রহী। তবে ক্লাবের এই আবদারে বিসিবির সাড়া দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। তুলনামূলক তরুণ দল গড়ে এবারের মৌসুমেও এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড । ৮ ম্যাচে ৭ জয় নিয়ে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।
আবাহনীর হয়ে মাঠে ফেরার কথা শোনা যাচ্ছিল দেড় বছরের বেশি সময় নিষিদ্ধ থাকা অলরাউন্ডার নাসির হোসেনের। দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ নাসিরের নিষেধাজ্ঞা ৭ এপ্রিল উঠে যাওয়ার কথা । তার আগপর্যন্ত তিনি মাঠেও আসতে পারবেন না। নিষেধাজ্ঞা উঠে গেলে আবাহনীতেই নাসিরের খেলা হবে কি না , সেটি নিয়ে কাল সংশয় প্রকাশ করেছেন কোচ হান্নান । মৌসুমের মাঝ পথে বাজেটের দিকেও তাকাতে হচ্ছে তাঁদের। পারিশ্রমিক নিয়ে নাসিরেরও রাজি হওয়ার বিষয় আছে বলে জানালেন হান্নান। শান্তদের সামনে যেমন জিম্বাবুয়ে সিরিজ। একই সময়ে লিটন দাস , রিশাদ হোসেন পাকিস্তানে যাবেন পিএসএল খেলতে। নাহিদ রানা পিএসএলে যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট খেলে । হৃদরোগে আক্রান্ত হওয়ায় মোহামেডানের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল লম্বা সময় থাকছেন মাঠের বাইরে।
তারকাশূন্য হতে যাওয়া ডিপিএলের এই অংশে মোস্তাফিজুর রহমানের খেলার কথা শোনা যাচ্ছিল তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল , প্রাইম ব্যাংক ক্লাবের হয়ে খেলার কথা চলছে ফিজের । বাঁহাতি পেসার যেহেতু লাল বলের ক্রিকেট খেলেন না, সে হিসেবে ডিপিএলের বাকি অংশে মোস্তাফিজকে পেতে সমস্যা ছিল না । কিন্তু বাদ সাধছে তাঁর কাঁধের চোট । প্রাইম ব্যাংকের কোচ তালহা কাল মোস্তাফিজের খেলার বিষয়টি তাই উড়িয়ে দিয়েছেন । আট ম্যাচ শেষে সুপার লিগে ওঠার পথটা যেন পরিষ্কার হতে শুরু করেছে । আবাহনী ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তা আগেই বলা হয়েছে । এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন গাজী গ্রুপ ক্রিকেটার্স সমান ৮ ম্যাচে ৬ জয় নিয়ে রানরেটের ব্যবধানে রয়েছে দ্বিতীয় স্থানে । ৮ ম্যাচে সমান ৬ জয়ে কিন্তু খানিকটা পিছিয়ে তৃতীয় স্থানে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুপার লিগে জায়গা পাকা করার পাশাপাশি শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে বাকি তিন ম্যাচেই জিততে হবে মোহামেডানের । তাদের পরের তিন প্রতিপক্ষ প্রাইম ব্যাংক , অগ্রণী ব্যাংক ও আবাহনী । বর্তমানে ৮ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা প্রাইম ব্যাংকের বিপক্ষে আজ জিততেই হবে মোহামেডানকে। আর এ ম্যাচে আনুষ্ঠানিকভাবে মোহামেডানের অধিনায়কত্ব করবেন তাওহীদ হৃদয়।
এবারের পিএসএলে রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। পরশু রাতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা খেলেছিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। তবে সেই ম্যাচে লাহোরের একাদশে সুযোগ মেলেনি রিশাদের। এক দিন বিরতি দিয়ে আজ লাহোর কালান্দার্স খেলবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ রাত ৯টায়...
২৩ মিনিট আগেযেখানে শুরুর কথা বলার আগেই শেষ—অন্যতম জনপ্রিয় গানের এই ছত্রটা লিটন দাসের সঙ্গে ভালোভাবে মিলে গেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএর) খেলতে গিয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
১ ঘণ্টা আগেভুটানের নারী লিগে পারো এফসির হয়ে খেলবেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এক সপ্তাহ আগেই ভুটানে পৌঁছে অনুশীলন। শুরু করে দিয়েছেন তাঁরা। আজ ভুটানের বিমান ধরেছেন আরও পাঁচ ফুটবলার।
২ ঘণ্টা আগেহায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে অভিষেক শর্মার ব্যাটিংটা ছিল ভিডিও গেমসের মতোই। বোলারদের যেভাবে বলে কয়ে চার-ছক্কা মেরেছেন, সেটা দেখে অনেকেই তাজ্জব বনে গেছেন। বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের এই তরুণ ব্যাটার তছনছ করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা।
২ ঘণ্টা আগে