Ajker Patrika

মেজাজ হারিয়ে দর্শকদের মারতে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১২: ৫২
দর্শকদের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে খুশদিল শাহর সঙ্গে বাদানুবাদের ঘটনা ঘটেছে। ছবি: এক্স
দর্শকদের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে খুশদিল শাহর সঙ্গে বাদানুবাদের ঘটনা ঘটেছে। ছবি: এক্স

নিউজিল্যান্ড সফরের শেষটা ভালোভাবে রাঙাতে পারেনি পাকিস্তান। মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৪৩ রানে হেরে ধবলধোলাই হয়েছে তারা। এ ম্যাচেই বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ। দর্শকদের মারতে উদ্যত হন তিনি। যদিও পরে তাঁকে শান্ত করেন এক নিরাপত্তাকর্মী।

খুশদিল অবশ্য এ ম্যাচের একাদশে সুযোগ পাননি। হতাশার পরাজয়ের পর পাকিস্তানি খেলোয়াড়দের কটাক্ষ করতে থাকেন তিনজন দর্শক। যা মানতে পারেননি খুশদিল। কিছুক্ষণ তর্কের পর দর্শকদের দিকে তেড়ে যান তিনি। নিরাপত্তাকর্মী তাঁকে না আটকালে হয়তো হাতাহাতিই হয়ে যেত। তখন খুশদিলের পাশেই ছিলেন বাবর আজম ও ফাহিম আশরাফ।

নিউজিল্যান্ড সফরের খুশদিলের মেজাজ হারানোর ঘটনা এবারই প্রথম নয়। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউই পেসার জাকারি ফোকসের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। যে কারণে তাঁকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

সেই ম্যাচে ৯ উইকেটের দাপুটে জয় পায় নিউজিল্যান্ড। এরপর আরও তিনটি টি-টোয়েন্টি খেলেন খুশদিল, কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি।

আজ বৃষ্টিবিঘ্নিত ওয়ানডে ম্যাচে ৪২ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান তোলে স্বাগতিকেরা। ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে বেন সিয়ার্স-জ্যাকব ডাফিদের দুর্দান্ত বোলিংয়ে ২২১ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ৪০ বলে ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হন মাইকেল ব্রেসওয়েল। প্রথম কিউই বোলার হিসেবে টানা দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে রেকর্ডগড়া বেন সিয়ার্স হয়েছেন সিরিজসেরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত