Ajker Patrika

‘ধোনির আইপিএল থেকে আরও আগেই অবসর নেওয়া উচিত ছিল’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৬: ০৪
এবারের আইপিএলে সেভাবে মেলে ধরতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি। ছবি: বিসিসিআই
এবারের আইপিএলে সেভাবে মেলে ধরতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি। ছবি: বিসিসিআই

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন ২০২০ সালে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে শুধু আইপিএলই খেলেন তিনি।। আলোর চেয়ে দ্রুতগতিতে স্টাম্পিং এখনো তাঁর জুড়ি মেলা ভার। তবে উইকেটরক্ষক হিসেবে যতটা না দুর্দান্ত, ব্যাটিংয়ে সেভাবে জ্বলে উঠতে পারছেন না ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার।

ধোনিকে নিয়ে সমালোচনাটা অনেক বেশি হচ্ছে মূলত গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাঁর কচ্ছপগতির ব্যাটিংয়ের কারণে। ৫৬ বলে ১১০ রান প্রয়োজন, হাতে ৫ উইকেট—চেন্নাই সুপার কিংস যখন এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে, তখন ব্যাটিংয়ে নামেন তিনি। তবে ধোনির ব্যাটিংয়ের ধরন দেখে মনে হচ্ছিল, তিনি ওয়ানডে খেলতে নেমেছেন। ২৬ বলে ১ চার ও ১ ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন। বিজয় শঙ্করের সঙ্গে ষষ্ঠ উইকেটে ধোনি ৫৭ বলে ৮৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়লেও সেটা শুধু চেন্নাইয়ের হারের ব্যবধান কমাতে পেরেছে।

ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল ধোনি কী পরিমাণ সংগ্রাম করেছেন, সেটা তাঁর স্কোরেই স্পষ্ট। নিজের মুখোমুখি হওয়া ১৯ বলে মেরেছেন প্রথম বাউন্ডারি। মনোজ তিওয়ারির মতে, তাঁর সেরা সময় অনেক আগেই পার করেছেন। ক্রিকবাজে গতকাল এক অনুষ্ঠানে তিওয়ারি বলেন, ‘আমাকে ক্ষমা করবেন, যদি আমি একটু কঠোর হয়ে থাকি। তাঁর ২০২৩ আইপিএলের পরই অবসর নেওয়া উচিত ছিল। এটা তাঁর সেরা সময় ছিল।’

২০২৩ আইপিএলে গুজরাট টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। এরপর থেকেই ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চেন্নাইয়ের পারফরম্যান্স হতাশাজনক। ২০২৪ আইপিএলে অল্পের জন্য প্লে-অফে উঠতে পারেনি দলটি। যদিও গতবার ধোনির স্ট্রাইকরেট ছিল ২২০.৫৫। আর এবার চেন্নাই প্রথম ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচ হেরেছে। এমনকি এক ম্যাচে তিনি ৯ নম্বরেও ব্যাটিং করেছেন।

পাঁচবারের আইপিএলজয়ী ধোনিকে নিয়ে এবার সমালোচনা, বিদ্রূপ চলছে বেশি। ভারতের তারকা ক্রিকেটারের থেকে পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না দেখে হতাশা প্রকাশ করেন তিওয়ারি। ক্রিকবাজে তিওয়ারি বলেন, ‘বছরের পর বছর ধরে তিনি অনেক সম্মান অর্জন করেছেন। তবে গত দুই বছরে ভক্ত-সমর্থকেরা সে অর্থে তাঁর পারফরম্যান্সটা দেখতে পারেননি। দেখুন, চেন্নাইয়ের ভক্ত-সমর্থকেরা কী প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তাঁরা বাইরে এসে যা বলছেন, তা খেয়াল করুন।’

ধোনির খেলা দেখতে চিপকে গতকাল খেলা দেখেছেন বাবা পান সিং ও মা দেবকী দেবী। এমনকি ধোনির স্ত্রী সাক্ষী ও কন্যা জিভাও এসেছে খেলা দেখতে। পরিবারের সামনেই কি আইপিএল থেকে অবসর নেবেন ধোনি—এমন গুঞ্জন জোরালো হয়ে ওঠে। দিল্লি ক্যাপিটালসের কাছে ২৫ রানে হারের পর চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং নীরবতা ভেঙেছেন ধোনির অবসর নিয়ে। ফ্লেমিং বলেন, ‘আমার তো কারও ক্যারিয়ারে ইতি টানার কাজ না। কোনো ধারণাই নেই আমার। তার সঙ্গে কাজ করাটা উপভোগ করছি। সে এখনো অনেক শক্তিশালী। এমনকি আমি গত কয়েক দিনে তাকে জিজ্ঞেসও করিনি। আপনাদের কাছ থেকেই শুনেছি (ধোনির অবসরের প্রসঙ্গ)।’

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের সব শিরোপা এসেছে রোহিত শর্মার নেতৃত্বে। আর ধোনির অধিনায়কত্বে চেন্নাই আইপিএলে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এবারের আইপিএলে পয়েন্ট টেবিলে ৮ ও ৯ নম্বরে অবস্থান করছে মুম্বাই ও চেন্নাই। দুটি দলই চারটি করে ম্যাচ খেলেছে ও উভয়েরই পয়েন্ট ২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত