ক্রীড়া ডেস্ক
টেকনিক্যাল কমিটির দায়িত্ব যে মিসবাহ–উল–হক, ইমজামাম–উল–হক ও মোহাম্মদ হাফিজরা পাচ্ছেন তার ইঙ্গিত আগে দিয়ে রেখেছিলেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ। গতকাল আনুষ্ঠানিকভাবে কমিটির ঘোষণাও এসেছে।
মিসবাহকে এ কমিটির নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ককে সহায়তা করবেন ইনজামাম ও হাফিজ। পাকিস্তানের কিংবদন্তি তিন ক্রিকেটারকে নিয়ে গঠিত এই কমিটির দায়িত্ব অনেক বড়। তাঁদের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ।
হাফিজের অভিজ্ঞতা না থাকলেও এর আগে পাকিস্তান দলের হয়ে বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন মিসবাহ ও ইনজামাম। কমিটি নিয়োগের বিষয়ে জাকা আশরাফ বলেছেন, ‘মিসবাহ, ইনজামাম ও হাফিজকে স্বাগত জানাতে পেরে অনেক আনন্দিত। তারা দেশের ক্রিকেটের উন্নতিতে কাজ করবে। সাবেক তিন অধিনায়কের ক্রিকেট জ্ঞান অগাধ এবং আধুনিক ক্রিকেটের চাহিদা সম্পর্কেও তাদের বোঝাপড়া ভালো।’
নিজের অনুভূতি জানাতে গিয়ে মিসবাহ সম্মানিতবোধ করেছেন বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানের সাবেক কোচ বলেছেন, ‘কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। পাকিস্তান ক্রিকেটকে দীর্ঘদিন সেবা দিয়েছেন এমন কয়েকজন সম্মানিত ক্রিকেটারও কমিটিতে আছেন।’
মিসবাহর কমিটির দায়িত্ব থাকবে ঘরোয়া থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত। ঘরোয়া কাঠামো, সূচি, প্লেয়িং কন্ডিশন, জাতীয় নির্বাচক কমিটির নিয়োগ, জাতীয় দলের কোচদের নিয়োগ, কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তি এবং আম্পায়ার, রেফারি ও কিউরেটরদের উন্নতি পরিকল্পনা করা। কমিটি চাইলে বাড়তি ক্রিকেট বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানাতে পারবেন। সবকিছু পরিকল্পনা করে মিসবাহদের কাজ হবে পিসিবির ম্যানেজমেন্ট কমিটির প্রধান আশরাফের কাছে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়া। অর্থাৎ, তাঁদের পরামর্শের উপর নির্ভর করবে কোনো বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত।