নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খানের থেকে যদি নায়ক হওয়ার প্রস্তাব পান, তাহলে কী করবেন তাসকিন আহমেদ? ঢাকায় আজ এক অনুষ্ঠানে সেরকমই এক প্রস্তাব পেয়েছেন তাসকিন।
রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আজ ‘রিমার্ক হারলান’-এর জমকালো এক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেতা শাকিবের এই অনুষ্ঠানে গেছেন তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমের মতো তারকা ক্রিকেটাররা। সদা হাস্যোজ্জ্বল তাসকিন মাঝে মাঝে সানগ্লাস পরে নায়কের মতো লুক দেন বলে তাঁর সিনেমায় অভিনয় করার প্রসঙ্গ এসেছে। ২৯ বছর বয়সী বাংলাদেশের এই পেসার তখন বলেছেন শাকিবের নাম। তাসকিন বলেন, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এস।’
রিমার্ক হারলানের অনুষ্ঠানে ছিল অসংখ্য মানুষের ভিড়। এই অনুষ্ঠানে ক্যামেরার লেন্স ঘিরে ধরেছিল শাকিব, তাসকিন, তানজিদ তামিমদের। তাসকিনের মতো তানজিদ তামিমও মঞ্চে উঠে কথা বলেছেন। শাকিব খানের সামনেই তাঁকে (শাকিব) দেশের এক নম্বর তারকা বলেছেন তানজিদ তামিম। একই সঙ্গে রিমার্ক হারলান যেন বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনা জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
এ বছরের জানুয়ারিতে দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন। রেকর্ড গড়া এই বোলিং তিনি করেছিলেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। রিমার্ক হারলানের অনুষ্ঠানে আজ তাসকিনের এই কীর্তির কথাও উল্লেখ করা হয়েছে।
ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খানের থেকে যদি নায়ক হওয়ার প্রস্তাব পান, তাহলে কী করবেন তাসকিন আহমেদ? ঢাকায় আজ এক অনুষ্ঠানে সেরকমই এক প্রস্তাব পেয়েছেন তাসকিন।
রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আজ ‘রিমার্ক হারলান’-এর জমকালো এক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেতা শাকিবের এই অনুষ্ঠানে গেছেন তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমের মতো তারকা ক্রিকেটাররা। সদা হাস্যোজ্জ্বল তাসকিন মাঝে মাঝে সানগ্লাস পরে নায়কের মতো লুক দেন বলে তাঁর সিনেমায় অভিনয় করার প্রসঙ্গ এসেছে। ২৯ বছর বয়সী বাংলাদেশের এই পেসার তখন বলেছেন শাকিবের নাম। তাসকিন বলেন, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এস।’
রিমার্ক হারলানের অনুষ্ঠানে ছিল অসংখ্য মানুষের ভিড়। এই অনুষ্ঠানে ক্যামেরার লেন্স ঘিরে ধরেছিল শাকিব, তাসকিন, তানজিদ তামিমদের। তাসকিনের মতো তানজিদ তামিমও মঞ্চে উঠে কথা বলেছেন। শাকিব খানের সামনেই তাঁকে (শাকিব) দেশের এক নম্বর তারকা বলেছেন তানজিদ তামিম। একই সঙ্গে রিমার্ক হারলান যেন বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনা জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
এ বছরের জানুয়ারিতে দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন। রেকর্ড গড়া এই বোলিং তিনি করেছিলেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। রিমার্ক হারলানের অনুষ্ঠানে আজ তাসকিনের এই কীর্তির কথাও উল্লেখ করা হয়েছে।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবির পর হার্ডলাইনে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার মধ্যে পরিবার-পরিজন নিয়ে বিদেশ সফরের ব্যাপারে কঠোর বিধিনিষেধের ব্যাপার রয়েছে। একই নিয়মকানুন আরোপ করা হয় আইপিএলের জন্যও। এমন নিয়মের কারণে...
১১ ঘণ্টা আগেডার্বি মানেই উত্তাপ। এ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও। কারণ হামজা চৌধুরী খেলছিলেন যে। বাংলাদেশে পা রাখার আগে এটিই ছিল শেফিল্ড শিল্ডের হয়ে তাঁর শেষ ম্যাচ। কাল থেকে তাঁর পুরো ভাবনার অনেকটা জুড়েই থাকবে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগেঅফফর্মের চক্রে ঘুরপাক খেতে থাকা লিটন দাসকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটের লিস্ট এ সংস্করণ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) দল পাচ্ছিলেন না তিনি। অবশেষে বাংলাদেশের এই ৩০ বছর বয়সী ব্যাটারকে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।এই ক্লাবটির পৃষ্ঠপোষক তামিম ইকবাল।
১২ ঘণ্টা আগেতরুণ থেকে প্রবীণ—হবিগঞ্জের স্নানঘাট গ্রামের সব বয়সী মানুষের ভেতর বইছে একই উন্মাদনা। কারণ, হামজা চৌধুরী আসছেন। হবিগঞ্জে এর আগেও বেশ কয়েকবার পা রেখেছেন তিনি। কিন্তু বাংলাদেশের ফুটবলার হিসেবে এবারই প্রথম আসা হচ্ছে তাঁর। তাঁকে ঘিরে হবিগঞ্জজুড়ে ঈদের মতোই উৎসবের আমেজ বিরাজ করছে।
১৪ ঘণ্টা আগে