Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

চতুর্থবারের মতো বিশ্বকাপে তৃতীয় সুইডেন

ক্রীড়া ডেস্ক

চতুর্থবারের মতো বিশ্বকাপে তৃতীয় সুইডেন

মেয়েদের ফুটবল বিশ্বকাপে সান্ত্বনার পুরস্কার পেয়েছে সুইডেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়েছে তারা। এ নিয়ে মোট চারবার বিশ্বকাপে তৃতীয় হলো সুইডিশ মেয়েরা।

সানকর্প স্টেডিয়ামে শুরু থেকেই স্বাগতিকদের উপর আক্রমণ করতে থাকে সুইডেন। খেলা শুরুর প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারত সুইডেনের মেয়েরা। কিন্তু সে যাত্রায় অস্ট্রেলিয়াকে রক্ষা করেছে গোলরক্ষক ম্যাকেঞ্জি আর্নল্ড। স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসের শট রুখে দেন তিনি। সে যাত্রায় ত্রাণকর্তা হলেও ৩০ মিনিটে অস্ট্রেলিয়াকে রক্ষা করতে পারেননি ম্যাকেঞ্জি। পেনাল্টি থেকে দলকে গোল এনে দেন সুইডেনের উইঙ্গার ফ্রিডোলিনা রোল্ফো। 

আর বিরতির পর ৬২ মিনিটে অস্ট্রেলিয়ার জালে শেষ পেরেক দেন সুইডিশ অধিনায়ক কোসোভারে অ্যাসলানি। এতে করে ১৯৯১,২০১১ ও ২০১৯ বিশ্বকাপের পর আবারও তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার একবারই সুযোগ পেয়েছিল সুইডেন। ২০০৩ বিশ্বকাপে জার্মানির কাছে ২–১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। 

এবারের বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে সুইডেনের প্রতিপক্ষ ছিল স্পেন। শেষ চারের ম্যাচে ২-১ গোলে তাদের হারিয়ে প্রথমবার ফাইনালে ওঠে স্পেন। অন্য সেমিতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। স্বাগতিকেরা হেরে যায় ৩-১ গোলে। আগামীকাল ফাইনালে স্পেন–ইংল্যান্ডের মধ্যে যে দল জিতবে তারাই প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

ফুটবলারের মৃত্যু কামনা করে স্লোগান, কী বললেন রিয়াল কোচ

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু