Ajker Patrika

রোনালদো জাদুতে আল নাসরের অবিশ্বাস্য জয়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১১: ৫৪
ক্রিস্টিয়ানো রোনালদোর ভেলকিতে দুর্দান্ত জয় পেয়েছে আল নাসর। ছবি: এএফপি ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদোর ভেলকিতে দুর্দান্ত জয় পেয়েছে আল নাসর। ছবি: এএফপি ক্রীড়া ডেস্ক

মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।

আল নাসর পিছিয়ে থাকুক বা এগিয়ে, রোনালদো ছুটে চলেছেন নিজের গতিতে। সৌদি প্রো লিগে গত রাতে আল আওয়াল পার্কে আল রিয়াদ প্রথমে এগিয়ে গেলেও জিততে আর তারা পারেনি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের জোড়া গোলে আল নাসর জেতে ২-১ গোলে। তাতে সৌদি প্রো লিগে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থানটা আরও একটু পোক্ত করল রোনালদোর দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। অনেকবার গোলের সুযোগ তারা তৈরিও করে। তবে প্রথমার্ধে দাপট দেখিয়ে খেললেও ম্যাচে প্রথম গোলটা আসে আল রিয়াদের থেকেই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ২ মিনিটে হয়েছে সেই গোল। আল নাসর ডিফেন্ডার আবদুল্লাহ আল খাইবারি শট নেওয়ার আগে একাই দৌড়াতে থাকেন। প্রথমে আল নাসর গোলরক্ষক বেন্তো সেটা থামিয়ে দেন। তবে আল রিয়াদ ডিফেন্ডার ফাইজ সেলেমানি সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন।

প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল রিয়াদ। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি আল নাসর। ৫৬ মিনিটে আল নাসর ফরোয়ার্ড সাদিও মানের অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন রোনালদো। মানের পাস রিসিভ করে ট্যাপ-ইনে রোনালদো লক্ষ্যভেদ করেন। ৬৪ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলটিও করেন রোনালদো। মানে পেনাল্টি বক্সে ঢুকে ক্রস করেন। দারুণ এক ভলিতে গোলটা করেছেন রোনালদো।

প্রথমার্ধে এগিয়ে থেকেও আর ম্যাচ জেতা হয়নি আল রিয়াদের। শেষের দিকে এসে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে আল নাসর ফরোয়ার্ড জন দুরানের মাথায় আঘাত করেন আল রিয়াদ ডিফেন্ডার আহমেদ দাইসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে দাইসিকে লাল কার্ড দেখানো হয়।

২-১ গোলের জয়ে ২৭ ম্যাচে এখন আল নাসরের পয়েন্ট ৫৭। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগে তারা অবস্থান করছে তিনে। সবার ওপরে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬৫। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল। তিনটি দলই এখন পর্যন্ত খেলেছে ২৭টি করে ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত