ক্রীড়া ডেস্ক
মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
আল নাসর পিছিয়ে থাকুক বা এগিয়ে, রোনালদো ছুটে চলেছেন নিজের গতিতে। সৌদি প্রো লিগে গত রাতে আল আওয়াল পার্কে আল রিয়াদ প্রথমে এগিয়ে গেলেও জিততে আর তারা পারেনি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের জোড়া গোলে আল নাসর জেতে ২-১ গোলে। তাতে সৌদি প্রো লিগে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থানটা আরও একটু পোক্ত করল রোনালদোর দল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। অনেকবার গোলের সুযোগ তারা তৈরিও করে। তবে প্রথমার্ধে দাপট দেখিয়ে খেললেও ম্যাচে প্রথম গোলটা আসে আল রিয়াদের থেকেই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ২ মিনিটে হয়েছে সেই গোল। আল নাসর ডিফেন্ডার আবদুল্লাহ আল খাইবারি শট নেওয়ার আগে একাই দৌড়াতে থাকেন। প্রথমে আল নাসর গোলরক্ষক বেন্তো সেটা থামিয়ে দেন। তবে আল রিয়াদ ডিফেন্ডার ফাইজ সেলেমানি সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন।
প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল রিয়াদ। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি আল নাসর। ৫৬ মিনিটে আল নাসর ফরোয়ার্ড সাদিও মানের অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন রোনালদো। মানের পাস রিসিভ করে ট্যাপ-ইনে রোনালদো লক্ষ্যভেদ করেন। ৬৪ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলটিও করেন রোনালদো। মানে পেনাল্টি বক্সে ঢুকে ক্রস করেন। দারুণ এক ভলিতে গোলটা করেছেন রোনালদো।
প্রথমার্ধে এগিয়ে থেকেও আর ম্যাচ জেতা হয়নি আল রিয়াদের। শেষের দিকে এসে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে আল নাসর ফরোয়ার্ড জন দুরানের মাথায় আঘাত করেন আল রিয়াদ ডিফেন্ডার আহমেদ দাইসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে দাইসিকে লাল কার্ড দেখানো হয়।
২-১ গোলের জয়ে ২৭ ম্যাচে এখন আল নাসরের পয়েন্ট ৫৭। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগে তারা অবস্থান করছে তিনে। সবার ওপরে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬৫। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল। তিনটি দলই এখন পর্যন্ত খেলেছে ২৭টি করে ম্যাচ।
মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
আল নাসর পিছিয়ে থাকুক বা এগিয়ে, রোনালদো ছুটে চলেছেন নিজের গতিতে। সৌদি প্রো লিগে গত রাতে আল আওয়াল পার্কে আল রিয়াদ প্রথমে এগিয়ে গেলেও জিততে আর তারা পারেনি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের জোড়া গোলে আল নাসর জেতে ২-১ গোলে। তাতে সৌদি প্রো লিগে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থানটা আরও একটু পোক্ত করল রোনালদোর দল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। অনেকবার গোলের সুযোগ তারা তৈরিও করে। তবে প্রথমার্ধে দাপট দেখিয়ে খেললেও ম্যাচে প্রথম গোলটা আসে আল রিয়াদের থেকেই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ২ মিনিটে হয়েছে সেই গোল। আল নাসর ডিফেন্ডার আবদুল্লাহ আল খাইবারি শট নেওয়ার আগে একাই দৌড়াতে থাকেন। প্রথমে আল নাসর গোলরক্ষক বেন্তো সেটা থামিয়ে দেন। তবে আল রিয়াদ ডিফেন্ডার ফাইজ সেলেমানি সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন।
প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল রিয়াদ। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি আল নাসর। ৫৬ মিনিটে আল নাসর ফরোয়ার্ড সাদিও মানের অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন রোনালদো। মানের পাস রিসিভ করে ট্যাপ-ইনে রোনালদো লক্ষ্যভেদ করেন। ৬৪ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলটিও করেন রোনালদো। মানে পেনাল্টি বক্সে ঢুকে ক্রস করেন। দারুণ এক ভলিতে গোলটা করেছেন রোনালদো।
প্রথমার্ধে এগিয়ে থেকেও আর ম্যাচ জেতা হয়নি আল রিয়াদের। শেষের দিকে এসে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে আল নাসর ফরোয়ার্ড জন দুরানের মাথায় আঘাত করেন আল রিয়াদ ডিফেন্ডার আহমেদ দাইসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে দাইসিকে লাল কার্ড দেখানো হয়।
২-১ গোলের জয়ে ২৭ ম্যাচে এখন আল নাসরের পয়েন্ট ৫৭। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগে তারা অবস্থান করছে তিনে। সবার ওপরে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬৫। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল। তিনটি দলই এখন পর্যন্ত খেলেছে ২৭টি করে ম্যাচ।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুরুটা ভালোই করেছিলেন রিশাদ হোসেন। পিএসএল ক্যারিয়ারের প্রথম দু্ই ম্যাচেই তিনটি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে বাংলাদেশি এই লেগস্পিনারকে লেগেছে বড্ড অচেনা। মুক্তহস্তে রান বিলিয়েছেন। দল লাহোর কালান্দার্স হেরেছে বাজেভাবে।
৬ মিনিট আগেব্লেসিং মুজারাবানির ওই ওভারের পরই শুরু হতো চা-বিরতি। মুজারাবানির চতুর্থ বলে মুশফিকুর রহিম করলেন কী, ব্যাক অব লেংথ থেকে উঠে আসা অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে ক্রেইগ আরভিনের সহজ ক্যাচ। প্রথম ইনিংসে করেছিলেন মোটে ৪ রান, কালও ফিরলেন সেই ৪ রানে। সিলেট টেস্টে চা-বিরতির আগমুহূর্তে চারের চক্রে আটক
২৬ মিনিট আগেতৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
১২ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১৪ ঘণ্টা আগে