নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বসুন্ধরা কিংসকে হারিয়ে গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল আবাহনী লিমিটেড। এবার প্রিমিয়ার লিগে ফেরাটাও দারুণ এক জয়ে রাঙিয়েছে তারা। রাফায়েল অগুস্তোর জোড়া গোলে ঢাকা ওয়ান্ডরার্সকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের দল।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ছিল একদমই ম্যাড়মেড়ে। যে কারণে গোলও হয়নি। যদিও ওয়ান্ডারার্সকে শুরু থেকেই চাপে রাখে আবাহনী। কিন্তু বক্সের সামনে অগোছাল ছিলেন তাদের ফুটবলাররা। সেই আবাহনী বদলে গেল বিরতির পরপরই। ৯ মিনিটের ভেতর করল তিন গোল।
৪৮ মিনিটে গোলের তালা ভাঙেন রাফায়েল অগুস্তো। তিন মিনিট পর এমেকা ওগবুহর পাস থেকে ট্যাপ-ইনে ব্যবধান দ্বিগুণ করেন সুমন রেজা। পাল্টা আক্রমণে যাওয়া ওয়ান্ডারার্স গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি। ডি বক্সের ভেতর সাকিব বেপারীকে আবাহনী গোলরক্ষক মিতুল মারমা ফাউল করলে পেনাল্টি পায় তারা। ৫৫ মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করেন সাকিব নিজেই। তবে দুই মিনিট পরই রাফায়েলের কর্নার থেকে অধিনায়ক হৃদয়ের গোলে ফের ব্যবধান বাড়ায় আবাহনী। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফায়েল।
এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আবাহনী। টানা ষষ্ঠ হারে ৪ পয়েন্ট নিয়ে নয়ে ওয়ান্ডারার্স। দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিসের হয়ে গোল দুটি করেন কামাচাই মারমা ও ওমর বাবু। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ফর্টিস। ব্রাদার্স নেমে গেছে সাতে।
বসুন্ধরা কিংসকে হারিয়ে গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল আবাহনী লিমিটেড। এবার প্রিমিয়ার লিগে ফেরাটাও দারুণ এক জয়ে রাঙিয়েছে তারা। রাফায়েল অগুস্তোর জোড়া গোলে ঢাকা ওয়ান্ডরার্সকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের দল।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ছিল একদমই ম্যাড়মেড়ে। যে কারণে গোলও হয়নি। যদিও ওয়ান্ডারার্সকে শুরু থেকেই চাপে রাখে আবাহনী। কিন্তু বক্সের সামনে অগোছাল ছিলেন তাদের ফুটবলাররা। সেই আবাহনী বদলে গেল বিরতির পরপরই। ৯ মিনিটের ভেতর করল তিন গোল।
৪৮ মিনিটে গোলের তালা ভাঙেন রাফায়েল অগুস্তো। তিন মিনিট পর এমেকা ওগবুহর পাস থেকে ট্যাপ-ইনে ব্যবধান দ্বিগুণ করেন সুমন রেজা। পাল্টা আক্রমণে যাওয়া ওয়ান্ডারার্স গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি। ডি বক্সের ভেতর সাকিব বেপারীকে আবাহনী গোলরক্ষক মিতুল মারমা ফাউল করলে পেনাল্টি পায় তারা। ৫৫ মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করেন সাকিব নিজেই। তবে দুই মিনিট পরই রাফায়েলের কর্নার থেকে অধিনায়ক হৃদয়ের গোলে ফের ব্যবধান বাড়ায় আবাহনী। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফায়েল।
এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আবাহনী। টানা ষষ্ঠ হারে ৪ পয়েন্ট নিয়ে নয়ে ওয়ান্ডারার্স। দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিসের হয়ে গোল দুটি করেন কামাচাই মারমা ও ওমর বাবু। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ফর্টিস। ব্রাদার্স নেমে গেছে সাতে।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
১ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
২ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে