ক্রীড়া ডেস্ক
মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে হারিয়েছে সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে নামার আগে টানা আট ম্যাচে অপরাজিত ছিল প্যালেস। ২১ মিনিটের ভেতর দুই গোল করে জয়ের স্বপ্নও দেখতে থাকে তারা। কিন্তু দিনটি যে ডি ব্রুইনার ছিল। ৩৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে ব্যবধান কমান তিনি। তিন মিনিট পর সমতায় ফেরান ওমর মারমুশ।
বিরতির পর ডি ব্রুইনার পাস থেকে সিটিকে এগিয়ে নেন মাতেও কোভাচিচ। বাকি গোল দুটি করেন জ্যামস ম্যাকেটি ও নিকো ও’রিইলি।
এ নিয়ে টানা চার ম্যাচে অপরাজিত থাকল সিটি। জয়ের পর ডি ব্রুইনা বলেন, ‘আমরা শুরুটা ভালো করেছি, বেশ কিছু সুযোগ ছিল। কিন্তু আমরা দুই গোলে পিছিয়ে পড়লাম। তিন গোলও হতে পারত। তবে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। আমার মনে হয় না আমরা খারাপ খেলেছি।’
সিটির মূল লক্ষ্যই এখন চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া। প্যালেসকে হারানোর পর ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচেস চেলসি ও দুই ম্যাচ কম খেলে ছয়ে রয়েছে নিউক্যাসল। তবে সেরা চারে থেকেই সিটিকে বিদায় জানাতে চান ডি ব্রুইনা, ‘সিটিকে চ্যাম্পিয়নস লিগে তুলে আমি বিদায় নিতে চাই। কারণ এটা আমাদের প্রাপ্য। ৯-১০ বছর ধরে আমরা চ্যাম্পিয়নস লিগে খেলছি, আশা করি পরের বছরেও খেলতে পারব। আমি শুধু সবসময়ের মতো ভালো খেলার চেষ্টা করব।’
ম্যাচ শেষে ডি ব্রুইনার প্রশংসায় কোচ পেপ গার্দিওলা বলেন, ‘বছরের পর বছর, ম্যাচের পর ম্যাচ এমন পারফরম্যান্স করে আসছে ডি ব্রুইনা। ম্যাচ জেতাতে অনেক সহায়তা করেছে সে। তার প্রতি আমাদের কৃতজ্ঞতার মাত্রাটা বিশাল।’
মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে হারিয়েছে সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে নামার আগে টানা আট ম্যাচে অপরাজিত ছিল প্যালেস। ২১ মিনিটের ভেতর দুই গোল করে জয়ের স্বপ্নও দেখতে থাকে তারা। কিন্তু দিনটি যে ডি ব্রুইনার ছিল। ৩৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে ব্যবধান কমান তিনি। তিন মিনিট পর সমতায় ফেরান ওমর মারমুশ।
বিরতির পর ডি ব্রুইনার পাস থেকে সিটিকে এগিয়ে নেন মাতেও কোভাচিচ। বাকি গোল দুটি করেন জ্যামস ম্যাকেটি ও নিকো ও’রিইলি।
এ নিয়ে টানা চার ম্যাচে অপরাজিত থাকল সিটি। জয়ের পর ডি ব্রুইনা বলেন, ‘আমরা শুরুটা ভালো করেছি, বেশ কিছু সুযোগ ছিল। কিন্তু আমরা দুই গোলে পিছিয়ে পড়লাম। তিন গোলও হতে পারত। তবে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। আমার মনে হয় না আমরা খারাপ খেলেছি।’
সিটির মূল লক্ষ্যই এখন চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া। প্যালেসকে হারানোর পর ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচেস চেলসি ও দুই ম্যাচ কম খেলে ছয়ে রয়েছে নিউক্যাসল। তবে সেরা চারে থেকেই সিটিকে বিদায় জানাতে চান ডি ব্রুইনা, ‘সিটিকে চ্যাম্পিয়নস লিগে তুলে আমি বিদায় নিতে চাই। কারণ এটা আমাদের প্রাপ্য। ৯-১০ বছর ধরে আমরা চ্যাম্পিয়নস লিগে খেলছি, আশা করি পরের বছরেও খেলতে পারব। আমি শুধু সবসময়ের মতো ভালো খেলার চেষ্টা করব।’
ম্যাচ শেষে ডি ব্রুইনার প্রশংসায় কোচ পেপ গার্দিওলা বলেন, ‘বছরের পর বছর, ম্যাচের পর ম্যাচ এমন পারফরম্যান্স করে আসছে ডি ব্রুইনা। ম্যাচ জেতাতে অনেক সহায়তা করেছে সে। তার প্রতি আমাদের কৃতজ্ঞতার মাত্রাটা বিশাল।’
সিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে এক ঘণ্টা পর। জিম্বাবুয়ের আক্রমণাত্মক বোলিংয়ে মুহূর্তেই ৪ উইকেটে ১৯৪ রান থেকে ৭ উইকেটে ২১৩ রানে পরিণত হয় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৭৬.৩ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান করেছে।
১১ মিনিট আগে২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস কেনার পর হইচই পড়ে যায়। কারণ, পন্তকে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার বানিয়েছে এই লক্ষ্ণৌ। এমনকি তাঁকে অধিনায়কও বানিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। তবে সেই দামের প্রতিদান কতটুকু দিতে পারছেন পন্ত, সেই প্রশ্নটা উঠছে বারবার।
৪২ মিনিট আগেসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টি এখন বাগড়া দিচ্ছে নিয়মিত। টেস্টে গতকাল তৃতীয় দিনে খেলা হয়েছে অর্ধেকের মতো (৪৪ ওভার)। চতুর্থ দিনের খেলা আজ শুরু হয়েছে এক ঘণ্টা দেরিতে। খেলা শুরু হতে না হতেই উইকেট বিলিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেটুর্নামেন্টের শেষভাগে এসে পড়েছে লা লিগা। একটু এদিক সেদিক হলেই ফস্কে যেতে পারে। এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে গত রাতে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালানরা তাতে চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে পৌঁছে গেছে। ১–০ গোলে জয়ের পর বার্সেলোনার পয়েন্ট ৩৩ ম্যাচে ৭৬। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের...
২ ঘণ্টা আগে