ক্রীড়া ডেস্ক
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
গত রাতে তো গড়েছেন আরেক রেকর্ড। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ‘চ্যাম্পিয়নস লিগে’ করেছেন ১৫০ গোল। তার ১৪০ গোল উয়েফা চ্যাম্পিয়নস লিগে আর বাকি ১০টি এএফসি চ্যাম্পিয়নস লিগে। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৯১৩। প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে ৩৯ বছর বয়সেও ক্লান্তিহীনভাবে ছুটছেন পর্তুগিজ তারকা। তার মধ্যে বয়স ৩০ হওয়ার পর রোনালদো করেছেন ৪৫০ গোল।
তার দুটি গত রাতে, কাতার সফরে। এএফসি চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপে কাতারিয়ান ক্লাব আল গারাফার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল নাসর। ৪৬ ও ৬৪ মিনিটে জোড়া গোল করে সৌদি ক্লাবটিকে এগিয়ে দেন রোনালদো। এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এ প্রতিযোগিতার তালিকায় দুইয়ে উঠে এসেছে আল নাসর।
রোনালদোর কীর্তি এখানেই শেষ নয়। এ নিয়ে ক্যারিয়ারের ২৩ মৌসুম কাটাচ্ছেন তিনি। ম্যাচ প্রতি তাঁর গোলের গড়—০.৮৪। তার মধ্যে গত রাতে জোড়া গোলে টপকে গেলেন চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির এক রেকর্ডও। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ১৩ বছরে ৪০-এর বেশি গোল করেছেন সিআর সেভেন, এক পঞ্জিকাবর্ষে যা সর্বোচ্চ। এক পঞ্জিকাবর্ষে মেসি ৪০-এর বেশিবার গোল করেছেন ১২ বছর। এতদিন এই রেকর্ডে একই চেয়ার ভাগাভাগি করছিলেন রোনালদো ও মেসি।
আল নাসরকে দাপুটে জয় এনে দেওয়ার সঙ্গে দুর্দান্ত রেকর্ড—উড়ন্ত রোনালদো সেটি উদ্যাপনও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্স অ্যাকাউন্টে ম্যাচে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আজ (গত) রাতে বড় জয়।’