হোম > খেলা > ফুটবল

২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন

আগামী বিশ্বকাপ কোথায় হবে তা আগেই জানিয়ে দিয়েছিল ফিফা। যৌথভাবে উত্তর আমেরিকা তিন দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে হবে ৪৮ দলের বিশ্বকাপ। এমনকি ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে সেটিও জানিয়ে দিয়েছিল ফুটবলের অভিভাবক সংস্থা।

এবার জানা গেছে, ২০২৬ বিশ্বকাপের লোগোও। বিশ্বকাপের ট্রফির পেছনে সাদা রংয়ে ‘২৬’ সংখ্যাটি দিয়ে লোগোটি তৈরি করা হয়েছে। এতে করে প্রথমবারের মতো বিশ্বকাপের অফিশিয়াল লোগোয় ট্রফির সঙ্গে সাল ব্যবহার করা হয়েছে। সঙ্গে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ‘উই আর ২৬ ’। লোগোর  ডিজাইনটি করেছে ফিফার ব্র্যান্ড টিম। আজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ব্রাজিল কিংবদন্তি রোনালদোর সঙ্গে লোগোটি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বিশ্বকাপের ২৩ তম সংস্করণের খেলা হবে মোট ১৬ স্টেডিয়ামে। যৌথভাবে ৩ দেশে বিশ্বকাপ হওয়ায় যাতায়াত ও সময়ের সঙ্গে খাপ খাওয়ানোর বিষয় নিয়ে অনেক দিন ধরেই বেশ আলোচনা হচ্ছিল। এই সমস্যার সমাধান দিয়েছেন ইনফান্তিনো। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের রাউন্ড অনুযায়ী দলগুলো সুবিধাজনক স্থানে রাখা হবে। যেন ম্যাচ খেলতে যাতায়াত, সময় ও পরিবেশগত অসুবিধা না হয়। কাতার বিশ্বকাপে এই সুযোগ-সুবিধা পেয়েছে দলগুলো।’

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক দেশ হয়েছে কানাডা। উত্তর আমেরিকার দেশটির দুই সঙ্গী মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের এর আগে বিশ্বকাপের আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে আয়োজন করলেও দুবার আয়োজক দেশ ছিল মেক্সিকো ১৯৭০ ও ১৯৮৬ সালে।

কৃষ্ণাকে ছাড়াই ভুটানে গেলেন সানজিদারা

কোচের এই কথাতেই বার্সা তাহলে এত ক্ষুধার্ত

রোনালদো জাদুতে আল নাসরের অবিশ্বাস্য জয়

ডি ব্রুইনা ঝলকে ম্যানসিটির ঘুরে দাঁড়ানো জয়

এবার তলানির দলের কাছে হারলেন হামজারা

দিয়াবাতের জোড়া গোলে বসুন্ধরাকে হারাল মোহামেডান

রাফায়েলের জোড়া গোলে আবাহনীর জয়

হামজার সুবাদে প্রিমিয়ার লিগের ফেসবুক পোস্টে বাংলাদেশের নাম

আলোচনায় মেসির নতুন চুক্তি, এবার গন্তব্য কোথায়

২০৩০ সালেই কি তবে ৬৪ দলের বিশ্বকাপ