Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

রেকর্ড ট্রান্সফার ফিতে আবারও চেলসিতে ফিরলেন লুকাকু

ক্রীড়া ডেস্ক

রেকর্ড ট্রান্সফার ফিতে আবারও চেলসিতে ফিরলেন লুকাকু

দীর্ঘ সাত বছর পর দ্বিতীয় দফায় পুরোনো ক্লাব চেলসিতে ফিরেছেন রোমেলো লুকাকু। নিজেদের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফিতে লুকাকুকে দলে ভিড়িয়েছে স্টামফোর্ড ব্রিজের এই ক্লাবটি। গতকাল রাতে চেলসি ক্লাব কর্তৃপক্ষ লুকাকুর সঙ্গে তাদের পাঁচ বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। 

চেলসিতে ফিরে দারুণ রোমাঞ্চিত লুকাকু। ২৮ বছর বয়সী বেলজিয়াম ফরোয়ার্ডের লক্ষ্য চেলসিকে এবার আরও শিরোপা জিততে সহায়তা করা। তিনি বলেছেন, ‘আমি এখানে এসেছিলাম (২০১১ সালে) খুবই কম বয়সে। তখন অনেক কিছু শেখার ছিল। আর এবার ফিরলাম অনেক অভিজ্ঞতা নিয়ে আরও পরিণত হয়ে। আমি ছোট থেকেই চেলসিকে সমর্থন করি। এবার ফিরে এসেছি চেলসিকে আরও শিরোপা জিততে সহায়তা করতে আর সেই অনুভূতিটা অসাধারণ।’ 

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, রেকর্ড ৯৭.৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে এই বেলজিয়াম তারকাকে দলে ভিড়িয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে তার চেয়ে দামি ফুটবলার জ্যাক গ্রিলিশ। গত সপ্তাহে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যাস্টন ভিলা থেকে গ্রিলিশকে দলে টেনেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। 

২০১৪ সালে তরুণ লুকাকু স্টামফোর্ড ব্রিজ ছেড়ে এভারটনে যোগ দিয়েছিলেন। এর আগের তিন বছর খেলেছেন চেলসিতে। তবে চেলসি ছাড়ার পর বেশির ভাগ সময় অন্যান্য ক্লাবে ধারে খেলেছেন। এভারটন ছেড়ে ২০১৭ সালে যোগ দেন আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। দুই বছর ম্যানইউতে কাটিয়ে ২০১৯ সালে নাম লেখান ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। মিলানকে গত মৌসুমে সিরি-আ জেতাতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। লিগে ২৪ গোল করার পাশাপাশি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১ গোল। ইতালি থেকে লুকাকুর ঠিকানা এবার ইংল্যান্ড। 

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

ফুটবলারের মৃত্যু কামনা করে স্লোগান, কী বললেন রিয়াল কোচ

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু

বাছাইপর্বের দল থেকে বাদ সাকিব আল হাসান

কোচের ঘাড় ধরায় মেসিকে জরিমানা, জেতালেন দলকেও

আলভারেজের ম্যাজিক, ৮ গোল করেও সুফল পায়নি বার্সা-আতলেতিকো

বাটলারের নতুন বাংলাদেশের শুরু

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তাহলে ব্রাজিলের ক্লাবে থাকছেন নেইমার

নতুন ক্লাবে প্রথম হারের স্বাদ পেলেন হামজা

সিটির মাঠে কেন শিরোপার গান, কিছু বলতে চান না লিভারপুল কোচ