হোম > খেলা > ফুটবল

পদত্যাগ তো করবেন না উল্টো সমালোচকদের দুষলেন রুবিয়ালেস

স্পেনের বিশ্বজয়ী নারী ফুটবলার জেনিফার হারমোসাকে চুমু দেওয়ার পর থেকেই বিপাকে পড়েছেন লুইস রুবিয়ালেস। ‘জাতীয় শত্রুতে’ পরিণত হওয়া স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদত্যাগ দাবি করেছেন স্পেনের উপপ্রধানমন্ত্রী ইউলান্দা দিয়াজ। 

যাঁকে চুমু দিয়েছেন সেই হারমোসোও গতকাল রুবিয়ালেসের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। এমনকি ফিফাও তাঁকে শাস্তি দিতে প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু নিজে পদত্যাগ করতে রাজি নন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি। 

আজ স্পেনের ফুটবল ফেডারেশনের এক বিশেষ সভায় এমনটি জানিয়েছেন রুবিয়ালেস। সভাপতি জানিয়েছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না। এর শেষটা দেখবেন তিনি। তিনি বলেছেন, ‘এটা কি আমার সরে যাওয়ার জন্য যথেষ্ট গুরুতর কিছু? আমি পদত্যাগ করব না। জায়গা ছেড়ে দেওয়ার জন্য একটি আইন থাকা আবশ্যক। একটি সম্মতিমূলক চুম্বন কি আমাকে পদত্যাগ করার জন্য যথেষ্ট? যদি কেউ এই নির্মমতা করতে চায় তাহলে নিজেকে রক্ষা করব আমি। আশা করি আইন মানা হবে।’ 

সমালোচনাকারীরা তাঁকে সামাজিকভাবে অপদস্থ করছে বলে জানিয়েছেন রুবিয়ালেস। তিনি বলেছেন, ‘সামাজিকভাবে অপদস্থ করা হচ্ছে। তারা চেষ্টা করছে আমাকে মেরে ফেলতে। একজন স্প্যানিয়ার্ড হিসেবে মনে করি আমরা কোথায় যাচ্ছি তা অনুধাবন করতে হবে।’ 

ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে পুরস্কারমঞ্চে হারমোসো পদক নেওয়ার পর চলে আসার সময় তাঁকে শুভেচ্ছা জানিয়ে হঠাৎ চুমু দেন রুবিয়ালেস।

শুধু হারমোসোকে চুমু দেওয়ার জন্য নয়, রুবিয়ালেসকে যৌন-ইঙ্গিতমূলক উদ্‌যাপন করতে দেখা যায় ফাইনালের দিন স্টেডিয়ামের ভিআইপি বক্সে। ওই সময় তাঁর পাশে বসেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও স্পেনের রানি লেতিজিয়া। শেষ বাঁশি বাজার পর উদ্‌যাপনের একপর্যায়ে নিম্নাঙ্গ চেপে ধরে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন রুবিয়ালেস।

কৃষ্ণাকে ছাড়াই ভুটানে গেলেন সানজিদারা

কোচের এই কথাতেই বার্সা তাহলে এত ক্ষুধার্ত

রোনালদো জাদুতে আল নাসরের অবিশ্বাস্য জয়

ডি ব্রুইনা ঝলকে ম্যানসিটির ঘুরে দাঁড়ানো জয়

এবার তলানির দলের কাছে হারলেন হামজারা

দিয়াবাতের জোড়া গোলে বসুন্ধরাকে হারাল মোহামেডান

রাফায়েলের জোড়া গোলে আবাহনীর জয়

হামজার সুবাদে প্রিমিয়ার লিগের ফেসবুক পোস্টে বাংলাদেশের নাম

আলোচনায় মেসির নতুন চুক্তি, এবার গন্তব্য কোথায়

২০৩০ সালেই কি তবে ৬৪ দলের বিশ্বকাপ