ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে স্পেন নারী ফুটবল দল। দলকে বিশ্বকাপ জেতানোর কারিগর জর্জ ভিলদার তাই সুখের সময় কাটানোর কথা ছিল। কিন্তু তাঁর ভাগ্যে উল্টো কিছু ঘটল।
পুরস্কারের পরিবর্তে ভিলদাকে আজ বরখাস্ত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তাঁর চাকরি অবশ্য যাওয়াটা সময়ের ব্যাপার ছিল। স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোকে আরএফইএফের সভাপতি লুইস রুবিয়ালেসকে চুমু দেওয়ার ঘটনার পর থেকেই উত্তাল স্পেন ফুটবল। এ ঘটনায় শুধু স্পেন নয় পুরো বিশ্বেই রুবিয়ালেসের পদত্যাগ চেয়ে জোরালো দাবি উঠেছে। তবে নিজে পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
রুবিয়ালেস পদত্যাগ না করলেও তাঁকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। অন্যদিকে চুমু কাণ্ডে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচিং স্টাফের ১১ জন। রুবিয়ালেস পদত্যাগ না করলে সঙ্গে ৮১ জন ফুটবলার স্পেনের হয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। বাকি ছিলেন শুধু ভিলদা। রুবিয়ালেসের ঘনিষ্ঠ হওয়ায় সভাপতির মতো তিনিও এতদিন পদত্যাগ করেননি। উল্টো সভাপতিকে সমর্থন দিয়েছিলেন। নিজে পদত্যাগ না করলেও চাকরি রক্ষা করতে পারলেন না তিনি। আজ তাঁকে বরখাস্ত করেছে আরএফইএফ।
ভিলদাকে বরখাস্তের সিদ্ধান্তটি ভারপ্রাপ্ত সভাপতি পেদ্রো রোচা নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়র্টাস। তবে কি কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে এর কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি আরএফইএফ। বরং ভিলদার প্রশংসাই করেছে স্প্যানিশ ফেডারেশন। এক বিবৃতিতে লিখেছে, ‘আরএফইএফ জাতীয় দলের প্রধান কোচের কাজের প্রশংসা করছে। মেয়েদের প্রধান হিসেবে তার কার্যাবলির পাশাপাশি সম্প্রতি বিশ্বকাপজয়সহ অর্জিত সাফল্যগুলোকে সম্মান জানাই। মেয়েদের উল্লেখযোগ্য সাফল্যে বৃদ্ধির অংশ হওয়ায় আমরা তার অনবদ্য অবদান ও ক্রীড়া আচরণকে মূল্য দিচ্ছি।’
আগামী বছরের আগস্ট পর্যন্ত স্পেনের সঙ্গে চুক্তি ছিল ভিলদার। কিন্তু চুমু কাণ্ডের ঘটনায় আগেই বিদায় নিতে হলো ৪২ বছর বয়সী কোচকে। তাঁর মেয়াদে এর আগেও নানা বিতর্কের জন্ম হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে গত বছর ১৫ জন ফুটবলার ক্যাম্প ছেড়েছিলেন।