দলবদলের মৌসুমের সময় খেলোয়াড়দের মতো কোচদের নিয়েও শোনা যায় নানা গুঞ্জন। হোসে মরিনহোর অবস্থাও ঠিক তেমন। বিভিন্ন ক্লাবের থেকে পাচ্ছেন কোচ হওয়ার প্রস্তাব। আর মরিনহো এখানে দাবি করেছেন, প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করিনি।
চলতি মৌসুম শেষে নিজেদেরকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে পিএসজি। সবচেয়ে বড় পরিবর্তন আনতে চাচ্ছে তারা তাদের ম্যানেজমেন্টে। মরিনহো, হুলিয়ান নাগলসমান, জিনেদিন জিদানের সঙ্গে যোগাযোগ করেছে প্যারিসিয়ানরা। যেখানে চলতি মৌসুম শেষে রোমার সঙ্গে মরিনহোর বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর পিএসজির সঙ্গে চুক্তির ব্যাপার নিয়ে মজার এক তথ্য দিয়েছেন মরিনহো। স্কাই ইতালিয়াকে পর্তুগিজ এই ম্যানেজার বলেন, ‘যদি তারা যোগাযোগ করে থাকে, তারা আমাকে খুঁজে পায়নি। আমি তাদের সঙ্গে কখনোই কথা বলিনি।’
এখন পর্যন্ত ক্লাব ক্যারিয়ারে ১১টি ক্লাবের হয়ে কোচিং করাচ্ছেন। রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, রোমাসহ নামকড়া সব ক্লাব মিলে কোচের দায়িত্ব পালন করেছেন ১০৯৭ ম্যাচে। জিতেছেন ৬৮৭ ম্যাচে, ড্র করেছেন ২১৯ ম্যাচ এবং হেরেছেন ১৯১ ম্যাচ। অন্যদিকে পিএসজিতে এখন টালমাটাল অবস্থা। বিনা অনুমতিতে সৌদি আরবে গিয়ে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন লিওনেল মেসি। চলতি মৌসুম শেষে পিএসজিতে মেসির না থাকা একরকম নিশ্চিত। নেইমারও ছাড়তে পারেন ফরাসি এই ক্লাব।