Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর কারমানো জানলেন বাবা মারা গেছেন

ক্রীড়া ডেস্ক

স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর কারমানো জানলেন বাবা মারা গেছেন

সুখের সময় এমন দুঃসংবাদ নিশ্চয়ই আশা করেননি ওলগা কারমোনা। গতকাল তাঁর গোলেই মেয়েদের ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ে স্পেন। প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় দলটি। 

জয়ের নায়ক কারমোনাকে নিয়ে তাই উচ্ছ্বাসে ভাসছে স্পেন। কিন্তু যিনি এত আনন্দের উপলক্ষ এনে দিলেন, তাঁর জীবনেই চলছে ঝড়। জীবনের সবচেয়ে সুখের দিনই যে বাবার মৃত্যুসংবাদ শুনলেন তিনি। স্পেন অধিনায়কের বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ। 

ট্রফি নিয়ে উদ্‌যাপনের পরেই বাবার মৃত্যুর সংবাদ শোনেন কারমোনা। দলের অধিনায়কের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক মাধ্যমে আরএফইএফ লিখেছে, ‘বেদনাদায়ক এই সময়ে আমরা ওলগা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ওলগা, আমরা তোমাকে ভালোবাসি। তুমি স্প্যানিশ ফুটবলের ইতিহাস।’ 

সামাজিকমাধ্যমে পরে বাবাকে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন কারমোনা। পোস্টে বাবাকে ‘তারা’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। চ্যাম্পিয়ন হওয়া পদকে চুমু খাওয়ার ছবি দিয়ে ২৩ বছর বয়সী ডিফেন্ডার লিখেছেন, ‘এটা না জেনেই, খেলা শুরুর আগেই আমার একটা তারা ছিল। জানি, তুমি আমাকে অনন্য কিছু অর্জনের শক্তি দিয়েছ। এটাও জানি, আজ রাতে আমাকে দেখে তুমি গর্বিত হচ্ছ। শান্তিতে ঘুমাও, বাবা।’ 

গতকাল প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলে স্পেন। আর প্রথমবারই বাজিমাত করে তারা। ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলটি ২৯ মিনিটে করেন কারমোনা। আজ ট্রফিসহ মাদ্রিদে পৌঁছাবে স্পেনের খেলোয়াড়। সেখানে দলকে বরণ করে নেবে আরএফইএফ ও দেশটির সমর্থকেরা।

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

ফুটবলারের মৃত্যু কামনা করে স্লোগান, কী বললেন রিয়াল কোচ

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু