হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচের অবস্থা সংকটাপন্ন

গুরুতর অবস্থায় বুয়েনস এইরেসের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তিকে। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা। 

১৯৭৮ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই বিশ্বজয়ী দল খেলেছে মেনোত্তির অধীনে। ৮৪ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচকে বিবেচনা করা হয় ফুটবল দার্শনিক হিসেবে। ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিও ভাবা হয় তাঁকে। 

মেনোত্তির শারীরিক অবস্থার প্রসঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তাঁর অবস্থা খুব নাজুক। তবে তাঁর পরিবার এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। 

ইএসপিএনের কিংবদন্তি সাংবাদিক হোসে র‍্যামন ফার্নান্দেজ অবশ্য খারাপ সংবাদই দিয়েছেন। তাঁর টুইট, ‘আমার কাছে কিছু খারাপ সংবাদ আছে। আমি জেনেছি, কিংবদন্তি সিজার লুইস মেনোত্তির খুব সংকটাপন্ন অবস্থায় বুয়েনস এইরেসের হাসপাতালে ভর্তি।’ 

মেনোত্তির জন্ম আর্জেন্টিনার রোজারিওতে। ১৯৬৩—৬৮ পর্যন্ত আকাশী-নীল জার্সিতে খেলেছেন স্ট্রাইকার হিসেবে। কোচ হিসেবে আর্জেন্টিনা দলে তাঁর প্রথম মেয়াদ ছিল ১৯৭৪—৮৩। বার্সেলোনা ও বোকা জুনিয়র্সেরও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৯—২৩ পর্যন্ত ছিলেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ডিরেক্টর।

কৃষ্ণাকে ছাড়াই ভুটানে গেলেন সানজিদারা

কোচের এই কথাতেই বার্সা তাহলে এত ক্ষুধার্ত

রোনালদো জাদুতে আল নাসরের অবিশ্বাস্য জয়

ডি ব্রুইনা ঝলকে ম্যানসিটির ঘুরে দাঁড়ানো জয়

এবার তলানির দলের কাছে হারলেন হামজারা

দিয়াবাতের জোড়া গোলে বসুন্ধরাকে হারাল মোহামেডান

রাফায়েলের জোড়া গোলে আবাহনীর জয়

হামজার সুবাদে প্রিমিয়ার লিগের ফেসবুক পোস্টে বাংলাদেশের নাম

আলোচনায় মেসির নতুন চুক্তি, এবার গন্তব্য কোথায়

২০৩০ সালেই কি তবে ৬৪ দলের বিশ্বকাপ