বিশ্ব অ্যাথলেটিকস
চীনের নানজিংয়ে বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি জহির রায়হান। কিন্তু হিটের বাধাই পেরোতে পারেননি এই অ্যাথলেট। ৪০০ মিটার ইভেন্টের তৃতীয় হিটে ছয়জনের মধ্যে সবার শেষে থেকে দৌড় শেষ করেছেন তিনি।
পাঁচ হিট মিলিয়ে নাম ছিল ২৯ জন অ্যাথলেটের। এর মধ্যে তিনজন অংশ নিতে পারেননি। ২৬ জনের মধ্যে ২৫তম হন জহির। দৌড় শেষ করেন ৪৯.৮৪ সেকেন্ডে। প্রতিটি হিটের সেরা দুই অ্যাথলেট ও দ্রুততম সময়ে দৌড় শেষ করা দুজন নিশ্চিত করেছেন সেমিফাইনাল। আগামীকালই হবে এই ইভেন্টের ফাইনাল।
চলতি ইভেন্টে বাংলাদেশের হয়ে প্রথমে ইমরানুর রহমানেরই যাওয়ার কথা ছিল। কিন্তু চোটের কারণে অংশ নেননি তিনি। তাই সেই জায়গায় জহিরকে মনোনীত করে ফেডারেশন। গত মাসে অনুষ্ঠিত ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটারে সোনা জেতেন জহির। দৌড় শেষ করেন ৪৭.৭২ সেকেন্ডে। অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুই সেকেন্ডেরও বেশি সময় লেগেছে তাঁর। আগামী মঙ্গলবার দেশে ফিরবেন এই অ্যাথলেট।