নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত ফেব্রুয়ারিতে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ জাতীয় পুরুষ কাবাডি দল। ঘরের মাঠে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ নারী দল। মাসখানেক আগে ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে তারা।
আগামী ১ থেকে ১৩ জুন ভারতের বিহারে হবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। এর প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের এই সিরিজ খেলবে বাংলাদেশ দল। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর অধীনে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে অনুশীলন।
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘যেহেতু জুনে নারী বিশ্বকাপ তাই আমাদের কিছু প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন। নেপালের বিপক্ষে আমরা পাঁচটি ম্যাচ খেলব যা আমাদের অনেক কাজে দেবে। বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের অভিজ্ঞতা বাড়বে বলেই বিশ্বাস করি।’
আগামী ১৯ এপ্রিল নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ নারী কাবাডি দল। ২০ এপ্রিল হবে প্রথম ম্যাচ। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২১,২২, ২৪ ও ২৫ এপ্রিল। সোহাগ বলেন, ‘বাংলাদেশের মতো নেপাল নারী কাবাডি দলও প্রথমবার টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজ নিয়ে নেপাল দারুণ উচ্ছ্বসিত। প্রচার প্রচারণায় তারা ব্যস্ত সময় পার করছে।’
গত ফেব্রুয়ারিতে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ জাতীয় পুরুষ কাবাডি দল। ঘরের মাঠে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ নারী দল। মাসখানেক আগে ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে তারা।
আগামী ১ থেকে ১৩ জুন ভারতের বিহারে হবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। এর প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের এই সিরিজ খেলবে বাংলাদেশ দল। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর অধীনে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে অনুশীলন।
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘যেহেতু জুনে নারী বিশ্বকাপ তাই আমাদের কিছু প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন। নেপালের বিপক্ষে আমরা পাঁচটি ম্যাচ খেলব যা আমাদের অনেক কাজে দেবে। বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের অভিজ্ঞতা বাড়বে বলেই বিশ্বাস করি।’
আগামী ১৯ এপ্রিল নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ নারী কাবাডি দল। ২০ এপ্রিল হবে প্রথম ম্যাচ। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২১,২২, ২৪ ও ২৫ এপ্রিল। সোহাগ বলেন, ‘বাংলাদেশের মতো নেপাল নারী কাবাডি দলও প্রথমবার টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজ নিয়ে নেপাল দারুণ উচ্ছ্বসিত। প্রচার প্রচারণায় তারা ব্যস্ত সময় পার করছে।’
‘দুঃসময়ের বন্ধু’ জিম্বাবুয়ের সঙ্গেও জিততে পারল না বাংলাদেশ। স্কোরকার্ডে জিম্বাবুয়ের ৩ উইকেটের জয় দেখে মনে হতে পারে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এই ম্যাচে লড়াই করেছে। কিন্তু যা সর্বনাশ হওয়ার, তা বাংলাদেশের ব্যাটিংয়েই হয়েছে।
১ ঘণ্টা আগেবাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই কটূক্তির শিকার হন খেলোয়াড়েরা। ভবিষ্যতে এমনটা ঘটলে ফুটবলাররা পাশে পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সাইবার, সমর্থকের পাশাপাশি সাংবাদিক শব্দও জুড়ে দিয়েছে বাফুফে।
১২ ঘণ্টা আগেসিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে হার এড়াতে হলে পরের টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ হয়ে পড়া দ্বিতীয় টেস্টের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ করা এনামুল হক বিজয়কে দলে ফিরিয়ে আনা হয়
১২ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
১৩ ঘণ্টা আগে