Ajker Patrika

বিশ্বকাপের প্রস্তুতি নিতে নেপালের বিপক্ষে সিরিজ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ নারী কাবাডি দল। ফাইল ছবি
বাংলাদেশ নারী কাবাডি দল। ফাইল ছবি

গত ফেব্রুয়ারিতে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ জাতীয় পুরুষ কাবাডি দল। ঘরের মাঠে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ নারী দল। মাসখানেক আগে ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে তারা।

আগামী ১ থেকে ১৩ জুন ভারতের বিহারে হবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। এর প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের এই সিরিজ খেলবে বাংলাদেশ দল। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর অধীনে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে অনুশীলন।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘যেহেতু জুনে নারী বিশ্বকাপ তাই আমাদের কিছু প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন। নেপালের বিপক্ষে আমরা পাঁচটি ম্যাচ খেলব যা আমাদের অনেক কাজে দেবে। বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের অভিজ্ঞতা বাড়বে বলেই বিশ্বাস করি।’

আগামী ১৯ এপ্রিল নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ নারী কাবাডি দল। ২০ এপ্রিল হবে প্রথম ম্যাচ। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২১,২২, ২৪ ও ২৫ এপ্রিল। সোহাগ বলেন, ‘বাংলাদেশের মতো নেপাল নারী কাবাডি দলও প্রথমবার টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজ নিয়ে নেপাল দারুণ উচ্ছ্বসিত। প্রচার প্রচারণায় তারা ব্যস্ত সময় পার করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত