Ajker Patrika

এএইচএফ কাপ হকিতে বাংলাদেশের অধিনায়ক মিমো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে হকি দলের ক্যাম্প। ফাইল ছবি
মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে হকি দলের ক্যাম্প। ফাইল ছবি

১৬ বছরের ক্যারিয়ারে প্রথমবার অধিনায়কত্বের সুযোগ পেলেন পুষ্কর ক্ষিসা মিমো। তাঁর নেতৃত্বেই ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকি খেলবে বাংলাদেশ। মিমোকে অধিনায়ক করে আজ ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বাদ পড়েছেন ২৪ জনের প্রাথমিক দলে থাকা নুরুজ্জামান নয়ন, মাইনুল ইসলাম, তৈয়ব আলী, মেহেদী হাসান, প্রিতম রায়, মেহরাব হাসান সামিন। যদিও তাদের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

এএইচএফ কাপ হকি সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে এক মাসেরও বেশি সময় ধরে চলছে বাংলাদেশ হকি দলের ক্যাম্প। প্রস্তুতি এখনো শেষ না হলেও পরিকল্পনা অনেকটাই গুছিয়ে ফেলেছেন কোচ আ ন ম মামুন উর রশিদ।

আগামী ১৭ এপ্রিল শুরু হবে এএইচএফ কাপ। বাংলাদেশ জাকার্তার বিমান ধরবে ১৪ এপ্রিল রাতে। টুর্নামেন্টের গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের আসরে পুল ‘বি’তে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। এর মধ্যে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়াকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ মানছেন মামুন।

১৮ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এক দিন বিশ্রামের পর ২০ এপ্রিল স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা। ২২ এপ্রিল থাইল্যান্ড ও পরের দিন বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২৫ এপ্রিল সেমিফাইনাল ও ২৭ এপ্রিল হবে ফাইনাল।

বাংলাদেশ দল: পুষ্কর ক্ষিসা মিমো (অধিনায়ক), ফজলে হোসেন রাব্বি (সহ. অধিনায়ক), হুজাইফা হোসেন, রেজাউল করীম বাবু, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান শুভ, রোমান সরকার, আরশাদ হোসেন, ওবায়দুল হোসান জয়, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্পন।

স্ট্যান্ডবাই: নুরুজ্জামান নয়ন, মাইনুল ইসলাম, তৈয়ব আলী, মেহেদী হাসান, প্রিতম রায়, মেহরাব হাসান সামিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত