নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে বর্তমানে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ করছেন সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ড সাঁতার চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন তিনি। গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার পর আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।
অ্যাসাম্পশন বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াটিক সেন্টারে সামিউলকে পেছনে ফেলে সোনা জেতেন থাইল্যান্ডের সাঁতারু তন না কান্তিমুল। তাঁর টাইমিং ছিল ২৬.২৭ সেকেন্ড। সামিউল সময় নেন ২৭.১৭ সেকেন্ড। তাঁর পেছনে থেকে ২৭.২০ সেকেন্ড টাইমিং নিয়ে ব্রোঞ্জ জেতেন কেরিকচাই রাত্তানোসত।
জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ডের মালিক সামিউল গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৯.১৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ। সোনা ও রুপা জেতেন থাইল্যান্ডের দুই সাঁতারু তন না কান্তিমুল ও রাত্থাত থাম্মানানচোতি। এছাড়া ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ৫৩.৯১ সেকেন্ড সময় নিয়ে দশম হস সামিউল।
থাই চ্যাম্পিয়নশিপের পর এ মাসেই মালয়েশিয়ার ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন সামিউল। ২৪-২৭ এপ্রিল কুয়ালালামপুরে হবে ৬৭তম মিলো মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপ, যেখানে স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন।
১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে অংশ নেবেন সামিউল ও মোসাম্মাৎ অ্যানি আক্তার।
বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে বর্তমানে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ করছেন সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ড সাঁতার চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন তিনি। গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার পর আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।
অ্যাসাম্পশন বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াটিক সেন্টারে সামিউলকে পেছনে ফেলে সোনা জেতেন থাইল্যান্ডের সাঁতারু তন না কান্তিমুল। তাঁর টাইমিং ছিল ২৬.২৭ সেকেন্ড। সামিউল সময় নেন ২৭.১৭ সেকেন্ড। তাঁর পেছনে থেকে ২৭.২০ সেকেন্ড টাইমিং নিয়ে ব্রোঞ্জ জেতেন কেরিকচাই রাত্তানোসত।
জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ডের মালিক সামিউল গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৯.১৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ। সোনা ও রুপা জেতেন থাইল্যান্ডের দুই সাঁতারু তন না কান্তিমুল ও রাত্থাত থাম্মানানচোতি। এছাড়া ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ৫৩.৯১ সেকেন্ড সময় নিয়ে দশম হস সামিউল।
থাই চ্যাম্পিয়নশিপের পর এ মাসেই মালয়েশিয়ার ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন সামিউল। ২৪-২৭ এপ্রিল কুয়ালালামপুরে হবে ৬৭তম মিলো মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপ, যেখানে স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন।
১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে অংশ নেবেন সামিউল ও মোসাম্মাৎ অ্যানি আক্তার।
রক্ষণভাগের মতো রিয়াল মাদ্রিদ মিডফিল্ডও নিয়েও বেশ ভুগছে। টনি ক্রুস ক্লাব ছাড়লেও তাঁর অভাব পূরণ করতে পারেননি কেউ। একজন প্লে মেকারের অভাবে স্পষ্ট মাঠে। ৩৯ বছর বয়সী লুকা মদরিচ থাকলেও নিয়মিত শুরুর একাদশে জায়গা পান না তিনি। বয়সের ভারও রয়েছে তাঁর। চলতি মৌসুম শেষে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মদরিচের
১ ঘণ্টা আগেমাঝখানে নাই হয়ে গেছে ৯ বছর। তারপরও ২০১৬ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারের রূপকথার গল্প ফুটবলপ্রেমীদের ভুলে যাওয়ার কথা নয়। যা কখনো ভাবা যায়নি, সেবার সেটাই করেছিল লেস্টার। বড় বড় সব ফুটবল পণ্ডিতদের হিসেব-নিকেশ উল্টে দিয়ে জিতে নিয়ে লিগ শিরোপা।
২ ঘণ্টা আগেঅলিখিত ফাইনালে পারটেক্সকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টিকে গেল ব্রাদার্স ইউনিয়ন। ডিপিএলের আগামী মৌসুমের টিকিট নিশ্চিত করেছে তারা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রেলিগেশন লিগের শেষ ম্যাচে ব্রাদার্স জয় পায় ১১৩ রানের বড় ব্যবধানে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ দরের হয়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ঘরের মাঠে এবার অভিষেকের অপেক্ষা। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ঠিকঠাক থাকলে, সেই ম্যাচেই দেশের মাঠে অভিষেক হবে হামজার। সমিত সোম-কিউবা মিচেলদেরও দ্রত টানার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
৪ ঘণ্টা আগে