নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইরাকের বাগদাদে এশিয়া কাপ আর্চারি স্টেজ ওয়ানে প্রথম পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দ্বৈতে বাংলাদেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন তপু রায় ও মেঘলা রানী।
ভারতের কাছে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে স্বাগতিক ইরাককে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন তপু ও মেঘলা। প্রথম দুই সেটে ৩৬-৩৪ ও ৩৭-৩৬ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। পরের দুই সেট হয় ড্র।
চার সেট মিলিয়ে বাংলাদেশের স্কোর ছিল ১৪৮। ইরাকের স্কোর হয় ১৪৫। তিন পয়েন্টে এগিয়ে থেকে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ কম্পাউন্ড মিশ্র দ্বৈত দল।
আগামীকাল আরও দুই ইভেন্টে সোনার লড়াইয়ে নামবে বাংলাদেশ। রিকার্ভে ছেলেদের দলগত ও মিশ্র দ্বৈতে ফাইনালে নামবেন বাংলাদেশের তিরন্দাজেরা। দুই ইভেন্টেই লাল-সবুজের প্রতিপক্ষ ভারত।