Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

মাকড়সার ভয়ে গাড়িতে কড়া ব্রেক, ঘটল দুর্ঘটনা

অনলাইন ডেস্ক

মাকড়সার ভয়ে গাড়িতে কড়া ব্রেক, ঘটল দুর্ঘটনা

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জাতীয় উদ্যানে বন্যপ্রাণী এড়াতে গিয়ে একটি গাড়ি দুর্ঘটনা ঘটেছে। তবে গাড়ির চালকের ঘাবড়ে যাওয়ার কারণ মোটেই ভালুক কিংবা বাইসনের মতো বিশাল কোনো বন্যপ্রাণী নয়, বরং একটি টারানটুলা মাকড়সা।

ঘটনাটি ঘটে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে। পার্ক কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সুইজারল্যান্ডের দুজন পর্যটক একটি ক্যাম্পারভ্যানে (এ ধরনের গাড়িতে আরাম করে ঘুমানোর ব্যবস্থাও থাকে) চেপে ২৮ অক্টোবর পার্কের রাস্তা ধরে যাচ্ছিলেন। এ সময়ই গাড়িটির চালক রাস্তার ওপর টারানটুলা মাকড়সাটি দেখেন। সঙ্গে সঙ্গে জোরে গাড়ির ব্রেক চেপে ধরেন তিনি। আর হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে পড়ায় পেছনে থাকা মোটরসাইকেল আরোহী কেম্পারভ্যানের পেছনের অংশের সঙ্গে জোরে ধাক্কা খান।

মোটরসাইকেল আরোহীকে কাছের হাসপাতালে নেওয়া হয়। এদিকে পার্ক কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাকড়সাটি অক্ষত দেহেই জায়গাটি পেরিয়ে চলে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উষ্ণ ও শুষ্ক জাতীয় উদ্যান ডেথ ভ্যালিতে পাওয়া যাওয়া বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর মধ্যে একটি এই টারানটুলা মাকড়সা। তবে সব সময় এদের দেখা পাওয়া যায় না।

পার্কের সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা করা হয়, এই মাকড়সারা বেশির ভাগ সময় মাটির নিচে কাটায়। শুধু সঙ্গীর খোঁজে বের হয়ে আসে। মাটির ওপরে আসার ঘটনাটি বেশি ঘটে সাধারণত শরতে। তবে পার্ক কর্তৃপক্ষ আট পায়ের এই প্রাণীদের দেখলেই আতঙ্কিত না হতে অনুরোধ করেছে দর্শনার্থীদের। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টারানটুলারা ধীরগতির এবং মোটেই আক্রমণাত্মক নয়। এর হুল মৌমাছির হুলের মতোই বলে জানা যায়, মানুষের মৃত্যুর আশঙ্কা নেই এতে।

সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার ন্যাশনাল পার্কগুলোতে মানুষ-বন্যপ্রাণী মুখোমুখি হয়ে যাওয়ার আরও কিছু ঘটনা ঘটেছে। তবে সেগুলোর বেশির ভাগ মানুষ বন্যপ্রাণী থেকে দূরে সরে যাওয়া নয়, বরং কাছে আসার চেষ্টা করার ফল হিসেবে ঘটেছে।

গত সপ্তাহে নর্থ ক্যারোলিনার ব্লু রিজ পার্কওয়ে জাতীয় উদ্যানের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়। কারণ একটি ভালুক শাবককে বিভিন্ন পর্যটক খাওয়ানোর পাশাপাশি ধরে আদর করার চেষ্টা করেন।

বিখ্যাত ব্র্যান্ডের এক পায়ের জিনস, দাম মাত্র ৫৩ হাজার টাকা!

৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হলো চারিজার্ড পোকেমন আকৃতির চিটো

ডিমের বাজার চড়া, লেয়ার মুরগি ভাড়া নিচ্ছেন মার্কিনরা

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক

গিনেস বুকে নাম লেখাল রক্তকণিকার সমান এক ভাস্কর্য

৪০০টি ভাষায় লিখতে পড়তে পারেন ১৯ বছরের আকরাম

তিমির মুখে কিছুক্ষণ, বেঁচে ফিরে অভিজ্ঞতা জানালেন তরুণ

সমুদ্রের তলদেশে টানা ১২০ দিন, বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান প্রকৌশলী