হোম > নারী > আইনি পরামর্শ

জন্মনিবন্ধন করতে সিটি করপোরেশনের সাহায্য নিতে পারেন

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

প্রশ্ন: মা-বাবা যার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল, তাকে আমার পছন্দ ছিল না বলে গাজীপুর কোর্ট থেকে ডিভোর্স দিই। পরে সেখানেই পছন্দের ছেলেকে বিয়ে করি। সে সময় আমার জন্মনিবন্ধন কার্ড ছিল হাতে লেখা। ভোটার আইডি কার্ড হয়নি। দ্বিতীয় বিয়ে করলে আমার মা-বাবা ও প্রথম স্বামী দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে মামলা করে। তবে আইনগতভাবে সবকিছু মিটমাট হয়ে গেছে।

বর্তমান সংসারে আমার তিন বছরের একটি কন্যাসন্তান আছে। মা-বাবার অনলাইন জন্মনিবন্ধন বা ভোটার আইডি কার্ড আমার কাছে না থাকায় আমার ও মেয়ের অনলাইনে জন্মনিবন্ধন করতে পারছি না। মা-বাবা সেগুলো আমাকে দিচ্ছে না। কোনো রকম যোগাযোগ করলে তারা আমার মোবাইল ফোন নম্বর ব্লক করে দেয়। নিজের পছন্দে বিয়ে করেছি বলে তারা আমাকে কোনো কাগজপত্র দিয়ে সহায়তা করছে না। আমি এখন কী করতে পারি?
ফাইরুজ জান্নাত, কুষ্টিয়া

উত্তর: এ ক্ষেত্রে আপনার মা-বাবার সঙ্গে দেখা করে তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজ বুঝে নিতে পারেন। এতে কাজ না হলে গাজীপুর সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করে তাদের সহায়তায় মা-বাবার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র তুলে নিতে পারেন। এ ক্ষেত্রে আইনি কোনো জটিলতা নেই। যেহেতু জন্মনিবন্ধন করতে আপনার   মা-বাবার জন্মনিবন্ধনের কাগজ প্রয়োজন, তাই সিটি করপোরেশন থেকে আপনি সাহায্য পাবেন। তাতেও কাজ না হলে পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারেন।

পরামর্শ দিয়েছেন,ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন,অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

ডিপফেক ছবি তৈরি ও প্রচার এবং ভুয়া তথ্য ছড়িয়ে কাউকে হয়রানি করা আইনত অপরাধ

অপমানজনক পোস্ট, ট্রলিং, ছবি বিকৃত করা, ব্যক্তিগত তথ্য প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ

সঠিকভাবে আইনগত পদক্ষেপ নিলে অধিকার সুরক্ষিত হবে

নারীদের তালাক দেওয়ার অধিকার আছে

সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিতের দাবি

নারীর এগিয়ে যেতে যে আইনগুলো দরকার

নির্যাতিত নারী সরাসরি আদালতে মামলার আবেদন করতে পারেন

আপসে সম্পত্তি ভাগ না হলে বণ্টননামার মামলা করা যায়

স্বামীর শারীরিক নির্যাতন প্রতিরোধে নারীর আইনি সহায়তাগুলো কী

স্বামী মারা যাওয়ার পর স্ত্রী-সন্তানের সম্পত্তির অধিকার কতটুকু?