অলাত এহ্সান
কথা হলো, প্রতিদিনকার জীবনের গল্পের রূপকেও ধর্মের বোধ থাকে। কীভাবে থাকে, সেটাই অনুভবের বিষয়। ‘মধ্যযুগে’ ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ধর্মকে ব্যবহার করে দুঃশাসনের অভিজ্ঞতার পর এই সময়ে এসে সেই অনুভব নিয়ে কথা বলায় খানিকটা ঝক্কি আছে।
সেই ঝক্কির মধ্যে ধর্মের ব্যবহার নিয়ে বহুল তর্কের বাক্য হলো, ‘ধর্মকে আফিমের মতো ব্যবহার করা হয়।’ এই তর্ক এড়িয়ে পরের বাক্যটা স্মরণে আনা যেতে পারে। ‘ধর্ম হচ্ছে প্রাণহীন পৃথিবীর প্রাণ, নির্দয় পৃথিবীর হৃদয়।’ ধর্ম যেখানে প্রাণ-পৃথিবীর এত গভীরে অবস্থান করে, সেখানে মানুষের ভেতর তার প্রকাশ কোথায়? সাহিত্যে সেই প্রকাশ কতটা?
সাহিত্যের বুদ্ধি দিয়ে পৌরাণিক কল্প, ইচ্ছা পূরণের অনেক গল্পই হয়েছে; তার সাহিত্য মর্যাদা নিয়ে প্রশ্ন আছে। সে ক্ষেত্রে জীবনে ধর্মের আবেদন নিয়ে প্রশ্নাতীত সাহিত্য খতিয়ে দেখা শ্রেয় হবে। এ ধরনের গল্পের সংকলন এখনো তেমন চোখে পড়ে না। অনুবাদক অভিজিৎ মুখার্জি আমাদের সামনে হাজির করেছেন বিশ্বের চারটি দেশের ছয়জন সাহিত্যিকের তেমন গল্প। অনুবাদে ঠাঁই পেয়েছে ফিওদর দস্তয়েভস্কি, ট্রুম্যান ক্যাপোট, হারুকি মুরাকামি, রেমন্ড কার্ভার, ঝুম্পা লাহিড়ি, ভীষ্ম সাহানির গল্প।
‘একবার বড়দিনে’ গল্পে ট্রুম্যান ক্যাপোট দেখাচ্ছেন, আমেরিকার জীবন ও সংস্কৃতির গভীরে থাকা নিঃসঙ্গতার ভেতর একটি শিশু কীভাবে সান্তা ক্লজের অপেক্ষায় থেকে আশ্বস্ত হচ্ছে, ভালো কাজের অনুপ্রেরণা পাচ্ছে। ক্যাপোটের উত্তরসূরি লেখক রেমন্ড কার্ভার। কখনো ক্যাথেড্রাল না দেখে ঈশ্বর বিশ্বাসী অন্ধ ব্যক্তি কাগজে বৃত্ত এঁকে চক্ষুষ্মান ব্যক্তিকে বোঝান, পথের দর্শন ঠিক না থাকলে তীর্থ দর্শনও ঠিকঠাক হয় না। বলেন, ‘এবার কয়েকটা মানুষ দিয়ে দিন, মানুষ ছাড়া আবার ক্যাথেড্রাল কী?’রাশিয়ার ধ্রুপদি লেখক ফিওদর দস্তয়েভস্কি তুলে ধরেছেন, মানবিক বিপর্যয় দেখে আত্মঘাতী হতে চাওয়া মানুষটি এক দীর্ঘ স্বপ্ন যাত্রা থেকে ফিরে আবার হিতৈষী হয়ে ওঠে। তুষারপাতের রাতে আশ্রয়প্রত্যাশী শিশুকে খুঁজতে রাস্তায় বের হয়। কী ছিল সেই স্বপ্নে?
সমসাময়িক বিশ্বে জনপ্রিয় জাপানি লেখক হারুকি মুরাকামি ‘সপ্তমজন’ গল্পে বর্ণনা করছেন, এক ঝড়ের ভেতর হারিয়ে যাওয়া অন্তরঙ্গ বন্ধুর হারিয়ে যাওয়ার ঘটনা। এর মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের ‘সপ্তমজন’ ধারণার বিস্তার দেখা যায়।
ভারতীয় বংশোদ্ভূত কথাসাহিত্যিক ঝুম্পা লাহিড়ি ‘আশীর্বাদ ধন্য এই বাড়ি’ দিয়ে সমসাময়িক বিশ্বে ধর্মীয় মতবাদের প্রতীকের লড়াই ব্যাখ্যা করা যান। ভারতের হিন্দিভাষী লেখক ভীষ্ম সাহানি ‘ওয়াংচু’ গল্পে ভারতের স্বাধীনতার পূর্বাপর সময়ের ইতিহাস টেনে দেখাচ্ছেন, রাষ্ট্রীয় নীতি ও সংঘাত কীভাবে একজন সন্ন্যাসীর জীবনও দুর্বিষহ করে দিতে পারে।
ভিন্ন দেশ, বিচিত্র সংস্কৃতি, নানা দর্শনের ভেতরও মানুষের মধ্যে স্রষ্টার ধারণার সমৃদ্ধি ও দ্বন্দ্বের বিষয়ে আমাদের দৃষ্টি টেনে নিয়েছেন লেখকেরা। মতবাদের বৈচিত্র্যের মধ্যে মহামিলনের আহ্বান জানায় গল্পগুলো।
বই: বিগ্রহ ও নিরাকার
অনুবাদক: অভিজিৎ মুখার্জি
প্রকাশক: উজান প্রকাশন
প্রকাশ: জুন ২০২১
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
মূল্য: ২৭০ টাকা
কথা হলো, প্রতিদিনকার জীবনের গল্পের রূপকেও ধর্মের বোধ থাকে। কীভাবে থাকে, সেটাই অনুভবের বিষয়। ‘মধ্যযুগে’ ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ধর্মকে ব্যবহার করে দুঃশাসনের অভিজ্ঞতার পর এই সময়ে এসে সেই অনুভব নিয়ে কথা বলায় খানিকটা ঝক্কি আছে।
সেই ঝক্কির মধ্যে ধর্মের ব্যবহার নিয়ে বহুল তর্কের বাক্য হলো, ‘ধর্মকে আফিমের মতো ব্যবহার করা হয়।’ এই তর্ক এড়িয়ে পরের বাক্যটা স্মরণে আনা যেতে পারে। ‘ধর্ম হচ্ছে প্রাণহীন পৃথিবীর প্রাণ, নির্দয় পৃথিবীর হৃদয়।’ ধর্ম যেখানে প্রাণ-পৃথিবীর এত গভীরে অবস্থান করে, সেখানে মানুষের ভেতর তার প্রকাশ কোথায়? সাহিত্যে সেই প্রকাশ কতটা?
সাহিত্যের বুদ্ধি দিয়ে পৌরাণিক কল্প, ইচ্ছা পূরণের অনেক গল্পই হয়েছে; তার সাহিত্য মর্যাদা নিয়ে প্রশ্ন আছে। সে ক্ষেত্রে জীবনে ধর্মের আবেদন নিয়ে প্রশ্নাতীত সাহিত্য খতিয়ে দেখা শ্রেয় হবে। এ ধরনের গল্পের সংকলন এখনো তেমন চোখে পড়ে না। অনুবাদক অভিজিৎ মুখার্জি আমাদের সামনে হাজির করেছেন বিশ্বের চারটি দেশের ছয়জন সাহিত্যিকের তেমন গল্প। অনুবাদে ঠাঁই পেয়েছে ফিওদর দস্তয়েভস্কি, ট্রুম্যান ক্যাপোট, হারুকি মুরাকামি, রেমন্ড কার্ভার, ঝুম্পা লাহিড়ি, ভীষ্ম সাহানির গল্প।
‘একবার বড়দিনে’ গল্পে ট্রুম্যান ক্যাপোট দেখাচ্ছেন, আমেরিকার জীবন ও সংস্কৃতির গভীরে থাকা নিঃসঙ্গতার ভেতর একটি শিশু কীভাবে সান্তা ক্লজের অপেক্ষায় থেকে আশ্বস্ত হচ্ছে, ভালো কাজের অনুপ্রেরণা পাচ্ছে। ক্যাপোটের উত্তরসূরি লেখক রেমন্ড কার্ভার। কখনো ক্যাথেড্রাল না দেখে ঈশ্বর বিশ্বাসী অন্ধ ব্যক্তি কাগজে বৃত্ত এঁকে চক্ষুষ্মান ব্যক্তিকে বোঝান, পথের দর্শন ঠিক না থাকলে তীর্থ দর্শনও ঠিকঠাক হয় না। বলেন, ‘এবার কয়েকটা মানুষ দিয়ে দিন, মানুষ ছাড়া আবার ক্যাথেড্রাল কী?’রাশিয়ার ধ্রুপদি লেখক ফিওদর দস্তয়েভস্কি তুলে ধরেছেন, মানবিক বিপর্যয় দেখে আত্মঘাতী হতে চাওয়া মানুষটি এক দীর্ঘ স্বপ্ন যাত্রা থেকে ফিরে আবার হিতৈষী হয়ে ওঠে। তুষারপাতের রাতে আশ্রয়প্রত্যাশী শিশুকে খুঁজতে রাস্তায় বের হয়। কী ছিল সেই স্বপ্নে?
সমসাময়িক বিশ্বে জনপ্রিয় জাপানি লেখক হারুকি মুরাকামি ‘সপ্তমজন’ গল্পে বর্ণনা করছেন, এক ঝড়ের ভেতর হারিয়ে যাওয়া অন্তরঙ্গ বন্ধুর হারিয়ে যাওয়ার ঘটনা। এর মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের ‘সপ্তমজন’ ধারণার বিস্তার দেখা যায়।
ভারতীয় বংশোদ্ভূত কথাসাহিত্যিক ঝুম্পা লাহিড়ি ‘আশীর্বাদ ধন্য এই বাড়ি’ দিয়ে সমসাময়িক বিশ্বে ধর্মীয় মতবাদের প্রতীকের লড়াই ব্যাখ্যা করা যান। ভারতের হিন্দিভাষী লেখক ভীষ্ম সাহানি ‘ওয়াংচু’ গল্পে ভারতের স্বাধীনতার পূর্বাপর সময়ের ইতিহাস টেনে দেখাচ্ছেন, রাষ্ট্রীয় নীতি ও সংঘাত কীভাবে একজন সন্ন্যাসীর জীবনও দুর্বিষহ করে দিতে পারে।
ভিন্ন দেশ, বিচিত্র সংস্কৃতি, নানা দর্শনের ভেতরও মানুষের মধ্যে স্রষ্টার ধারণার সমৃদ্ধি ও দ্বন্দ্বের বিষয়ে আমাদের দৃষ্টি টেনে নিয়েছেন লেখকেরা। মতবাদের বৈচিত্র্যের মধ্যে মহামিলনের আহ্বান জানায় গল্পগুলো।
বই: বিগ্রহ ও নিরাকার
অনুবাদক: অভিজিৎ মুখার্জি
প্রকাশক: উজান প্রকাশন
প্রকাশ: জুন ২০২১
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
মূল্য: ২৭০ টাকা
আকাশি রঙের বাড়ি। দোতলায় দুটি কক্ষে আলো জ্বলছে। সন্ধ্যার আবছা আঁধারে ছেয়ে আছে বাড়িটির চারদিকের গাছগুলো। সন্ধ্যার নীল আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ। বাড়ির সামনে ল্যাম্পপোস্টের আলোয় জলাশয়ে প্রকৃতির এই মোহনীয় ছবি প্রতিফলিত হয়েছে।
২ দিন আগেচারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
১৩ দিন আগেআপনি যে বয়সেরই হোন না কেন, এই বই পড়লে তারুণ্যশক্তিকে অনুভব করবেন, অনুপ্রাণিত হবেন। নতুন শুরুর একটা তাগিদ পাবেন। এই তরুণদের প্রত্যেকের মতো আপনিও বলে উঠবেন—সব সম্ভব! এই বইয়ে দেশের বিভিন্ন স্থানে জন্ম নেওয়া অবহেলিত অবস্থা থেকে সাফল্যের শীর্ষে যাওয়ার পথচলার গল্প উঠে এসেছে। প্রায় চার শ পৃষ্ঠার বইটির দাম
২০ দিন আগেপ্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগের পথচলা (২০০০-২০২৪) স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব ২০২৪’ আয়োজন করেছে। আজ ২ নভেম্বর শনিবার বেলা ১১টায় যৌথভাবে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট লেখক-গবেষক শারমিন আহমদ এবং তরুণ
২০ দিন আগে