> ফ্যাক্টচেক > ফ্যাক্টচেক-টিম

আজকের পত্রিকা ফ্যাক্টচেক টিম

হুসাইন আহমদ

সহকারী বার্তা সম্পাদক, আজকের পত্রিকা

দেড় দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন হুসাইন আহমদ। তিনি ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাই ও তথ্যের যথার্থতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে আজকের পত্রিকায় অনলাইন বার্তা বিভাগের প্রধান হিসেবে হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে একদল সহসম্পাদক বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য কনটেন্ট তৈরিতে নিয়োজিত।

আজকের পত্রিকায় যোগদানের আগে তিনি বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে দায়িত্বপালন করেন। সহসম্পাদক হিসেবে কাজ শুরুর আগে তিনি ইংরেজি দৈনিক দ্য নিউ এজে বাণিজ্য বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন। তাঁর মূল দক্ষতার মধ্যে রয়েছে ফ্যাক্টচেক, উৎস যাচাইসহ সাংবাদিকতার উচ্চ মান বজায় রাখা।

জাহাঙ্গীর আলম

জ্যেষ্ঠ সহসম্পাদক, আজকের পত্রিকা

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইএসআরটি) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এক যুগের বেশি সময় বিভিন্ন অনলাইন পোর্টাল ও জাতীয় দৈনিকে কাজ করেছেন। এই সময় আন্তর্জাতিক ও প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপাত্ত ভিত্তিক সংবাদ সম্পাদনা, উপাত্ত বিশ্লেষণ ও উপস্থাপন, সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইট ব্যবস্থাপনা ও ফ্যাক্টচেক সম্পর্কিত টুল ব্যবহারের দক্ষতা রয়েছে।আগ্রহের বিষয় প্রযুক্তি ও তথ্যপ্রবাহে প্রযুক্তির অবদান এবং জনপরিসরে মতামত গঠনে তথ্যের প্রভাব।