Ajker Patrika

চিত্র চেতনায় চব্বিশের গণ–অভ্যুত্থান, বিজয় দিবসে প্রদর্শনী

অনলাইন ডেস্ক
অভ্যুত্থানে সহিংসতার ক্ষত ও নতুন নাগরিক কল্পনা নিয়ে চিত্র প্রদর্শনী। ছবি: প্রতীকী
অভ্যুত্থানে সহিংসতার ক্ষত ও নতুন নাগরিক কল্পনা নিয়ে চিত্র প্রদর্শনী। ছবি: প্রতীকী

জুলাই গণ–অভ্যুত্থানের গণ–আন্দোলনের পরিবর্তনশীল উত্থানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ‘রক্তিম প্রবাহে–চিত্র চেতনায় চব্বিশের গণ-অভ্যুত্থান’ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে বিজয় দিবসে।

এই প্রদর্শনীটি একটি নন–লিনিয়ার, রাইজোম্যাটিক যাত্রার মাধ্যমে শারীরিক অভিজ্ঞতার উন্মোচন ঘটাবে, যা পূর্ববর্তী শাসনব্যবস্থার অধীনে সৃষ্টি হওয়া পরিবেশ এবং জনগণের সংগ্রামের বিষয়গুলো বিশ্লেষণ করবে।

ফটোগ্রাফির মাধ্যমে প্রতিক্রিয়া পরিবর্তন, ব্যক্তিগত সাক্ষাৎকার এবং ৫ আগস্ট, ফ্যাসিবাদী নেতার পতনের দিনটি বিশেষভাবে আলোকিত হবে, যেখানে জনগণ একত্রিত হয়ে তাদের মুক্তচিন্তার অধিকার পুনরুদ্ধারের দাবি জানিয়েছিল।

প্রদর্শনীটি সহিংসতার ফলে সৃষ্ট স্থায়ী মানসিক ক্ষত এবং একটি নতুন নাগরিক কল্পনা তৈরি করার প্রচেষ্টাকে তুলে ধরবে, যা সমতা, ন্যায়বিচার এবং মানবিক সার্বভৌমত্বে ভিত্তি করে একটি ভবিষ্যতের চিত্র আঁকবে।

প্রদর্শনীটি ১৪ পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত কাউন্টার ফটো গ্যালারিতে অনুষ্ঠিত হবে এবং ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর উদ্বোধন হবে ১৬ ডিসেম্বর দুপুর ১২টায়। প্রদর্শনীর সময়সীমা— দুপুর ১২টা থেকে রাত ৮টা।

এই প্রদর্শনীর কিউরেটর থাকছেন— ফয়সাল জামান, শিল্প গবেষক। প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন নাসের বিন খালেদ (নিটল), শাকিফুল ইসলাম, সৈয়দ সামিউল ইসলাম বিশাল, নওরিন আনসারি, নাজমুল হক সাগর, সুদীপ্ত পল, তামান্না মেহরুন, খাজা মঈনউদ্দিন এবং সৈয়দ মেহেদী হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত