নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই গণ–অভ্যুত্থানের গণ–আন্দোলনের পরিবর্তনশীল উত্থানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ‘রক্তিম প্রবাহে–চিত্র চেতনায় চব্বিশের গণ-অভ্যুত্থান’ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে বিজয় দিবসে।
এই প্রদর্শনীটি একটি নন–লিনিয়ার, রাইজোম্যাটিক যাত্রার মাধ্যমে শারীরিক অভিজ্ঞতার উন্মোচন ঘটাবে, যা পূর্ববর্তী শাসনব্যবস্থার অধীনে সৃষ্টি হওয়া পরিবেশ এবং জনগণের সংগ্রামের বিষয়গুলো বিশ্লেষণ করবে।
ফটোগ্রাফির মাধ্যমে প্রতিক্রিয়া পরিবর্তন, ব্যক্তিগত সাক্ষাৎকার এবং ৫ আগস্ট, ফ্যাসিবাদী নেতার পতনের দিনটি বিশেষভাবে আলোকিত হবে, যেখানে জনগণ একত্রিত হয়ে তাদের মুক্তচিন্তার অধিকার পুনরুদ্ধারের দাবি জানিয়েছিল।
প্রদর্শনীটি সহিংসতার ফলে সৃষ্ট স্থায়ী মানসিক ক্ষত এবং একটি নতুন নাগরিক কল্পনা তৈরি করার প্রচেষ্টাকে তুলে ধরবে, যা সমতা, ন্যায়বিচার এবং মানবিক সার্বভৌমত্বে ভিত্তি করে একটি ভবিষ্যতের চিত্র আঁকবে।
প্রদর্শনীটি ১৪ পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত কাউন্টার ফটো গ্যালারিতে অনুষ্ঠিত হবে এবং ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর উদ্বোধন হবে ১৬ ডিসেম্বর দুপুর ১২টায়। প্রদর্শনীর সময়সীমা— দুপুর ১২টা থেকে রাত ৮টা।
এই প্রদর্শনীর কিউরেটর থাকছেন— ফয়সাল জামান, শিল্প গবেষক। প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন নাসের বিন খালেদ (নিটল), শাকিফুল ইসলাম, সৈয়দ সামিউল ইসলাম বিশাল, নওরিন আনসারি, নাজমুল হক সাগর, সুদীপ্ত পল, তামান্না মেহরুন, খাজা মঈনউদ্দিন এবং সৈয়দ মেহেদী হাসান।
জুলাই গণ–অভ্যুত্থানের গণ–আন্দোলনের পরিবর্তনশীল উত্থানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ‘রক্তিম প্রবাহে–চিত্র চেতনায় চব্বিশের গণ-অভ্যুত্থান’ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে বিজয় দিবসে।
এই প্রদর্শনীটি একটি নন–লিনিয়ার, রাইজোম্যাটিক যাত্রার মাধ্যমে শারীরিক অভিজ্ঞতার উন্মোচন ঘটাবে, যা পূর্ববর্তী শাসনব্যবস্থার অধীনে সৃষ্টি হওয়া পরিবেশ এবং জনগণের সংগ্রামের বিষয়গুলো বিশ্লেষণ করবে।
ফটোগ্রাফির মাধ্যমে প্রতিক্রিয়া পরিবর্তন, ব্যক্তিগত সাক্ষাৎকার এবং ৫ আগস্ট, ফ্যাসিবাদী নেতার পতনের দিনটি বিশেষভাবে আলোকিত হবে, যেখানে জনগণ একত্রিত হয়ে তাদের মুক্তচিন্তার অধিকার পুনরুদ্ধারের দাবি জানিয়েছিল।
প্রদর্শনীটি সহিংসতার ফলে সৃষ্ট স্থায়ী মানসিক ক্ষত এবং একটি নতুন নাগরিক কল্পনা তৈরি করার প্রচেষ্টাকে তুলে ধরবে, যা সমতা, ন্যায়বিচার এবং মানবিক সার্বভৌমত্বে ভিত্তি করে একটি ভবিষ্যতের চিত্র আঁকবে।
প্রদর্শনীটি ১৪ পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত কাউন্টার ফটো গ্যালারিতে অনুষ্ঠিত হবে এবং ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর উদ্বোধন হবে ১৬ ডিসেম্বর দুপুর ১২টায়। প্রদর্শনীর সময়সীমা— দুপুর ১২টা থেকে রাত ৮টা।
এই প্রদর্শনীর কিউরেটর থাকছেন— ফয়সাল জামান, শিল্প গবেষক। প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন নাসের বিন খালেদ (নিটল), শাকিফুল ইসলাম, সৈয়দ সামিউল ইসলাম বিশাল, নওরিন আনসারি, নাজমুল হক সাগর, সুদীপ্ত পল, তামান্না মেহরুন, খাজা মঈনউদ্দিন এবং সৈয়দ মেহেদী হাসান।
সূক্ষ্মচিন্তার খসড়াকে ধারণ করে শিল্প-সাহিত্য ভিত্তিক ছোটকাগজ ‘বামিহাল’। বগুড়ার সবুজ শ্যামল মায়াময় ‘বামিহাল’ গ্রামের নাম থেকেই এর নাম। ‘বামিহাল’ বিশ্বাস করে বাংলার আবহমান জীবন, মানুষ-প্রকৃতি কিংবা সুচিন্তার বিশ্বমুখী সূক্ষ্ম ভাবনার প্রকাশই আগামীর সবুজ-শ্যামল মানববসতি বিনির্মাণ করতে পারে...
১৩ ঘণ্টা আগেআগামী বছর শুরুতে হচ্ছে না ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। আয়োজনের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল, তা বাতিল হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পাঁচ বছর পরে বাংলাদেশের অন্যতম এই লোক উৎসবের ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা...
৪ দিন আগেবাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে (১৪ই ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এসবের মধ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন
৫ দিন আগেদুই দশক আগে থেকেই পেশাদার লেখা ছাড়ার ইচ্ছা ছিল, কিন্তু সংসারের চাপে তা সম্ভব হয়নি। এখন আর সেই পিছুটান নেই। নিজের নতুন লেখা না ছাপানোর সিদ্ধান্ত নিয়ে এক পুস্তিকায় জানিয়েছিলেন, ‘তুমি পারোনি—এই সত্য মেনে নিতে হবে।’ জয় গোস্বামী বলেন, ‘আমি লিখব কি লিখব না, তাতে কারও কিছু যায়-আসে না। এটা আমাকে একধরনের...
৮ দিন আগে