নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চারুশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সাত্তার বলেছেন, বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে চারুশিল্পীদের ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে শিল্প হলো সভ্যতার মুখচ্ছবি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় চারুশিল্পীদের ভূমিকা রাখতে হবে। আমাদের দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বিশ্বাসী শিল্পীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, চারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান ফকির, সাবেক চেয়ারম্যান প্রাচ্যকলা বিভাগ অধ্যাপক আব্দুল আজিজ, গীতিকার ও শিল্প সাহিত্য গবেষক ড. আ জ ম ওবায়দুল্লাহ, বিসিএর সভাপতি আবেদুর রহমান, বাচিক শিল্পী শরীফ বায়েজীদ মাহমুদ, লেখক ও গবেষক ড. মোস্তফা মনোয়ার, সেক্রেটারি চারুশিল্পী পরিষদ ড. আব্দুর রহীম, সাংবাদিক ও কথা সাহিত্যিক হারুন ইবনে শাহাদাত উপস্থিত ছিলেন।
মোফাচ্ছির আহমদ ফয়েজীর উপস্থাপনায় অনুষ্ঠান শেষে চারুশিল্পী পরিষদের ১৭ সদস্যের পরিচালনা কমিটি ও ছয় সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চারুশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সাত্তার বলেছেন, বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে চারুশিল্পীদের ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে শিল্প হলো সভ্যতার মুখচ্ছবি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় চারুশিল্পীদের ভূমিকা রাখতে হবে। আমাদের দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বিশ্বাসী শিল্পীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, চারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান ফকির, সাবেক চেয়ারম্যান প্রাচ্যকলা বিভাগ অধ্যাপক আব্দুল আজিজ, গীতিকার ও শিল্প সাহিত্য গবেষক ড. আ জ ম ওবায়দুল্লাহ, বিসিএর সভাপতি আবেদুর রহমান, বাচিক শিল্পী শরীফ বায়েজীদ মাহমুদ, লেখক ও গবেষক ড. মোস্তফা মনোয়ার, সেক্রেটারি চারুশিল্পী পরিষদ ড. আব্দুর রহীম, সাংবাদিক ও কথা সাহিত্যিক হারুন ইবনে শাহাদাত উপস্থিত ছিলেন।
মোফাচ্ছির আহমদ ফয়েজীর উপস্থাপনায় অনুষ্ঠান শেষে চারুশিল্পী পরিষদের ১৭ সদস্যের পরিচালনা কমিটি ও ছয় সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
হিমালয় পাই এর নতুন বই’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’ প্রকাশিত হয়েছে। বইটি বাজারে এনেছে জনপ্রিয় প্রকাশনা সংস্থা আদর্শ প্রকাশনী। বইটিতে মূলত উত্তর ভারতের বিভিন্ন শহর পরিভ্রমণের প্রেক্ষিতে লেখকের সোশিওলজিকাল, পলিটিক্যাল কালচারাল, হিস্টরিকাল, এনথ্রোপলজিকাল যেসব পর্যবেক্ষণ তৈরি হয়েছে সেগুলোকেই সোশ্যাল থিসিসরূ
৪ দিন আগে‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগান নিয়ে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব ২০২৫। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হচ্ছে কবিতার এই আসর। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলনে এটি জানানো হয়েছে...
১১ দিন আগেবাংলা একাডেমি ২০২৪ সালের ষাণ্মাসিক ফেলোশিপ এবং ছয়টি পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে। মুক্তিযুদ্ধ, ইতিহাস, বিজ্ঞান, শিল্পকলা এবং ভাষা গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ফেলোশিপ পাচ্ছেন। এ ছাড়া প্রবন্ধ, শিশুসাহিত্য, নাটক এবং কথাসাহিত্যে অবদানের জন্য মোট ছয়টি পুরস্কার দেওয়া হচ্
২৬ ডিসেম্বর ২০২৪সূক্ষ্মচিন্তার খসড়াকে ধারণ করে শিল্প-সাহিত্য ভিত্তিক ছোটকাগজ ‘বামিহাল’। বগুড়ার সবুজ শ্যামল মায়াময় ‘বামিহাল’ গ্রামের নাম থেকেই এর নাম। ‘বামিহাল’ বিশ্বাস করে বাংলার আবহমান জীবন, মানুষ-প্রকৃতি কিংবা সুচিন্তার বিশ্বমুখী সূক্ষ্ম ভাবনার প্রকাশই আগামীর সবুজ-শ্যামল মানববসতি বিনির্মাণ করতে পারে...
২১ ডিসেম্বর ২০২৪