শিল্পকলায় মুগ্ধতা ছড়ালেন দড়াবাজরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
‘অ্যাক্রোবেটিক শো’ উপস্থাপন করছেন চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা। গতকাল সন্ধ্যায় একাডেমির নাট্যশালায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে দেখানো হয় রোপ রাউন্ড বিল, অ্যারিয়েল হুপ, ব্ল্যাংকেট ব্যালেন্স, ব্যারেল ব্যালেন্স, চেয়ার সেটিং ইত্যাদি। ছবি: আজকের পত্রিকা

রাজনৈতিক পটপরিবর্তনের ছায়া পড়েছে দেশের শিল্পাঙ্গনেও। শিল্পকলার বিভিন্ন শাখা চর্চার প্রাণকেন্দ্র শিল্পকলা একাডেমিতে চলছিল অস্থিরতা ও কিছুটা স্থবিরতা। সেই অবস্থা কাটিয়ে উঠতে সচেষ্ট হয়েছে কর্তৃপক্ষ। তার অংশ হিসেবে চলছে নানা কার্যক্রম। চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একাডেমির শিল্পীরা গতকাল শনিবার সন্ধ্যায় ‘অ্যাক্রোবেটিক শো’ দিয়ে দর্শকদের মুগ্ধ করলেন। একাডেমির নাট্যশালায় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এই আয়োজন করে।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উল্লেখ করলেন এ দেশের মহুয়ার পালায় থাকা দড়াবাজি খেলার কথা। চীনের বিখ্যাত অ্যাক্রোবেটিক কসরতটি যে বাংলাদেশেও ঐতিহ্য হিসেবে চলে আসছে বহু বছর ধরে, তিনি মনে করিয়ে দিলেন সে কথা।

সৈয়দ জামিল আহমেদ বললেন, ‘মহুয়ার পালায় এই দড়াবাজির কথা উল্লেখ করা হয়েছে। মহুয়ার পালায় তিনটি প্রধান চরিত্র। নদের চাঁদ, মহুয়া, হোমরা বেদে। হোমরা বেদে ও তার দল ধলু নদের তীরে অবস্থিত কাঞ্চনপুর গ্রাম থেকে মহুয়াকে ছয় মাস বয়সে অপহরণ করে। মহুয়া বড় হয়ে ওঠে এক সুদক্ষ দড়াবাজ হিসেবে।

জামিল আহমেদ বলেন, ‘দ্বিজ কানাইয়ের লেখা মহুয়ার পালায় যে দূরবর্তী স্থানের কথা উল্লেখ করা হয়েছে, তা হতে পারে চীন দেশ। তবে এই দেশেও এই দড়াবাজি কসরতের ইতিহাস বেশ পুরোনো। আবহমান বাংলায় কয়েক শ বছর ধরেই দড়াবাজি জনপ্রিয় ছিল। মহুয়া যদি ধারণামতে ১৬৫০ সালেই লেখা হয়ে থাকে, তাহলে দড়াবাজি নিশ্চয়ই তার আগে থেকে আছে। আজ তার অবশিষ্টাংশ কোথাও হয়তো জীর্ণ অবস্থায় টিকে আছে। তা ছাড়া, ব্রিটিশ আমলে জনপ্রিয় হয়েছিল বাঘ, হাতি, ভল্লুকসহ সার্কাস। আজ তা দেখাই যায় না প্রায়।’

শিল্পকলা একাডেমির মহাপরিচালক চীন ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান বাংলাদেশের লুপ্তপ্রায় এই ঐতিহ্যকে পুনরুদ্ধারে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তিনি আশা প্রকাশ করেন, দড়াবাজি বাংলাদেশে তার পুরোনো ঐতিহ্য ফিরে পাবে।

গতকালের অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে দেখানো হয়—রোপ রাউন্ড বিল; অ্যারিয়েল হুপ; ব্ল্যাঙ্কেট ব্যালেন্স; ব্যারেল ব্যালেন্স; চেয়ার সেটিং; মাউন স্কিল; দিয়াবো ব্যালেন্স; ফায়ার/ব্যাম্প; রিং ড্যান্স; রোলার ব্যালেন্স; রিং জাম্প ও সৌদিয়াও ইত্যাদি নামের কৌশল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত